এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজীব-মামলায় নতুন মোড় – হাইকোর্টের রায় নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল রাজ্যের শীর্ষ আদালত !

রাজীব-মামলায় নতুন মোড় – হাইকোর্টের রায় নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল রাজ্যের শীর্ষ আদালত !

কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নিয়ে কম জটিলতা তৈরি হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, সারদা কেলেঙ্কারি মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে গঠিত তদন্তকারী দল যে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছে তার বেশিরভাগই দেওয়া হয়নি।

আর এই পরিস্থিতিতে এই সারদা-কাণ্ডে কোনো তথ্য সেই রাজীব কুমারের কাছ থেকে পাওয়া যায় কিনা তার জন্য কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে বারবার জেরার জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা এড়িয়ে গিয়েছেন রাজীব কুমার। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই রাজীব কুমারকে রক্ষাকবচ দিয়ে রাখা হয়েছে। কিন্তু মঙ্গলবার এই ব্যাপারে ঠিক কোন আবেদনের ভিত্তিতে রাজীব কুমারকে এই রক্ষাকবচ দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলে দিল রাজ্যের শীর্ষ আদালত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে আগামী 2 জুলাই যেহেতু রাজীব কুমার সংক্রান্ত মামলাটি শুনানি হবে বলে ঠিক করা হয়েছে, তার জেরেই এদিন কেন্দ্রের তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আবেদনের শুনানি প্রক্রিয়া সম্পন্ন করা গেল না। প্রসঙ্গত, সিবিআইয়ের পক্ষ থেকে তাকে জেরা করবার জন্য নোটিশ পাঠানো হলে রাজীব কুমার সেই নোটিশ খারিজ করবার জন্য হাইকোর্টে একটি আবেদন করেন।

আর তারই পরিপ্রেক্ষিতে গত 30 মে অবকাশকালীন বেঞ্চের বিচারপতি প্রতীকপ্রকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, “গ্রীষ্মাবকাশ শেষ হওয়ার পর এক মাস বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজীব কুমারের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না।” কিন্তু সিবিআই আবার এই নির্দেশের পরিপ্রেক্ষিতে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছিল। আর এরপরই বিচারপতি বলেন, “যদি সিবিআই মনে করে যে এই রায়টি বাতিল করতে হবে, তাহলে তারা আবেদন করতে পারে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!