এখন পড়ছেন
হোম > রাজ্য > মমতা না মোদী – উন্নয়ন হয়েছে কার হাত ধরে? বিতর্ক থেকে সংঘর্ষে আহত ৪

মমতা না মোদী – উন্নয়ন হয়েছে কার হাত ধরে? বিতর্ক থেকে সংঘর্ষে আহত ৪

বর্তমানে রাজ্য তথা দেশেঠ মোদী বনাম মমতার লড়াইয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। দেশের মধ্যে বাংলাই সবার প্রথম বলে বিভিন্ন সময়েই দাবি করেন তৃনমূলের নেতা মন্ত্রী থেকে কর্মীসমর্থকরা। অন্যদিকে কেন্দ্রের দেওয়া প্রকল্প রাজ্য নিজের নামে চালাচ্ছে, আসলে এই কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলে নিজেদের সাফল্যের দাবিও তুলে ধরে বিজেপির সৈনিকেরা। তবে এসবই এতকাল নিজেদের দলীয় মঞ্চেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবারে রাজ্যের প্রকৃত উন্নয়ন কে করেছে সেই নিয়ে তৃনমূল ও বিজেপির মধ্যে বাঁধল ধুন্ধুমার কান্ড।

তৃনমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরেই গ্রামের মানুষ আনন্দে রয়েছেন অন্যদিকে বিজেপি কর্মীরা এই কৃতিত্ব নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে সমর্পন করলে দুদলের মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়। শেষপর্যন্ত পরিস্থিতি হাতাহাতির রুপ পর্যন্ত নেয়। মঙ্গলবার রাতে মালদার গাজোল ব্লকের আলাল গ্রাম পঞ্চায়েতের রানিপুর পালপাড়ার এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়।

জানা গেছে, এই ঘটনায় দুদলের চারজন আহত হয়েছেন। এ প্রসঙ্গে বিজেপির গাজোল 6 নং জেলা পরিষদের জয়ী সদস্য সাগরিকা সরকার বলেন, “তৃনমূলরাই পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের আক্রমন করেছে।” বিজেপির দাবি, আক্রান্তদের চারজনের মধ্যে তিনজনই তাঁদের কর্মী। জানা গেছে, উত্তম পাল নামে এক বিজেপি কর্মীকে গাজোল গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মাঠে নেমে পড়েছে তৃনমূলও।

এদিন গাজোলের তৃনমূল বিধায়ক দিপালী বিশ্বাস বলেন, “বিজেপির এক কর্মী এলাকার এক মহিলার শ্লীলতাহানি করেছিল। তারই প্রতিবাদ করা হয়েছিল। কোনও মারধরের ঘটনা ঘটেনি।” পুলিস সূত্রের খবর, একটি সংঘর্ষের ঘটনায় দুপক্ষ অভিযোগ দায়ের করেছে। খতিয়ে দেখে ব্যাবস্থা নেওয়া হবে।” সব মিলিয়ে “উন্নয়ন তুমি কার?” এই এস্যুতে তৃনমূল বিজেপির মধ্যে ফের চরমে উঠল বিবাদ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!