এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গণনায় এগিয়ে যেতে পারে বিজেপি” দলীয় বৈঠকে এ কি কথা বললেন মমতা?

“গণনায় এগিয়ে যেতে পারে বিজেপি” দলীয় বৈঠকে এ কি কথা বললেন মমতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে পশ্চিমবঙ্গের আট দফার নির্বাচন। আর তারপরেই বিভিন্ন এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে। যেখানে এবার পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে দাবি করছেন সকলে। আর এই পরিস্থিতিতে আগামী রবিবার গণনায় ঠিক কি হতে চলেছে, কে হতে চলেছে শেষ হাসি, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। তবে গণনা কেন্দ্রে প্রতিটি রাজনৈতিক দল এজেন্টদের দিয়ে নিজেদের কাজ হাসিল করতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে শুরু করেছে। অতীতে কোনোবার গণনার আগে মমতা বন্দ্যোপাধ্যায় তেমনভাবে কোনো বৈঠক না ডাকলেও, এবার দলীয় প্রার্থী এবং এজেন্টদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন তিনি।

আর সেখানেই শুরুর দিকে বিজেপি এগিয়ে থাকলেও, যাতে কেউ গণনা কেন্দ্র না ছাড়েন, তার জন্য দলীয় নেতা-কর্মীদের বার্তা দিতে দেখা গেল তাকে। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে এবার রাজ্য রাজনীতিতে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। হঠাৎ করে কেন তৃণমূল নেত্রী বিজেপি এগিয়ে থাকার সুর শোনালেন? তাহলে কি তিনি এরকম কিছু অনুভব করছেন! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, শুক্রবার রাজ্যের সমস্ত বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী এবং এজেন্টদের নিয়ে কালীঘাটের বাসভবন থেকে একটি ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই সকলকে সতর্ক করে দেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, “শুরুতে বিজেপি এগিয়ে গেলেও গণনাকেন্দ্র ছাড়া যাবে না।” আর তৃণমূল নেত্রীর এই বক্তব্য নিয়েই এখন নানা মহলে চর্চা শুরু হয়েছে। অনেকে বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আত্মপ্রত্যয়ী যে, তার দল রাজ্যের ক্ষমতায় আসছে। সেক্ষেত্রে কেন তিনি বিজেপি এগিয়ে থাকার কথা বললেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি এক্সিট পোলে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে, পরোক্ষে তার স্বীকার করে নিচ্ছেন তৃণমূল নেত্রী! আর সেই কারণে শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে দলীয় প্রার্থী এবং এজেন্টদের থাকার কথা বলে শুরুতে বিজেপি এগিয়ে গেলেও, যাতে কেউ গণনা কেন্দ্র না ছাড়েন, তার জন্য বার্তা দিতে দেখা গেল তাকে?

বিরোধীদের একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, এবারের নির্বাচনে পরাজয় নিশ্চিত। তাই শেষ মুহূর্তে দলের প্রার্থী এবং এজেন্টদের নিয়ে বৈঠকে যাতে সকলে গণনার শেষ পর্যন্ত থাকেন, তার জন্য তার এই বার্তা। তবে প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দল এবার দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসছে বলে দাবি করেছেন।

কিন্তু গণনা শুরুর প্রথম দিকে বিজেপি এগিয়ে থাকতে পারে বলে যে সংশয় প্রকাশ করতে দেখা গেল তাকে, তাতে এই গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ভোটবাক্স খোলার পর বঙ্গ রাজনীতিতে কি আবহ তৈরি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!