মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কন্যাশ্রী’ প্রকল্পে যে ‘দাগ’ লাগল – জানলে আপনিও লজ্জিত হবেন! বর্ধমান রাজ্য July 31, 2018 মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কন্যাশ্রী’ প্রকল্পে লাগল ‘দাগ’। মুখ্যমন্ত্রীর স্বপ্নের ‘কন্যাশ্রী প্রকল্পে’ নাম অনর্ভূক্ত করতে গিয়ে এক সরকারী কর্মচারীর কুপ্রস্তাবের শিকার হলেন এক অভিভাবক। ঘটনাটি ঘটেছে বর্ধমানের কাটোয়ার চন্দ্রপুর সেন্ট্রাল স্কুলে। জানা যাচ্ছে এই বিদ্যালয়েরই এক ছাত্রী কন্যাশ্রীর ফর্ম আনতে যায়। সেইসময়ে ঐ বিদ্যালয়ের গ্রুপ-ডি কর্মী সদানন্দ ধারা তাকে সেই ফর্ম না দিয়ে ফিরিয়ে দেয়। একাধিকবার এমন ঘটনা ঘটার পরে শেষে তার বাড়ি গিয়ে সেই ফর্ম সংগ্রহের নির্দেশ দেয় সদানন্দ বাবু অভিযোগ এমনটাই। অবশ্য এখানেই শেষ নয় এরপরের অভিযোগ আরো গুরুতর। জানা যাচ্ছে সদানন্দবাবুর কথামতো ওই ছাত্রী তাঁর বাড়িতে যায় সেখানেও সদানন্দবাবু তাকে জানান যে তাঁর কাছে কোনো ফর্ম নেই। এরপর বাড়ি ফিরে ওই ছাত্রী তার মাকে সব জানালে তিনি সদানন্দবাবুর বাড়ি যান বার বার তার মেয়ের সাথে এমন দুব্যবহারের কারণ জানতে। এর পরেই নাকি ওই ছাত্রীর মাকে কুপ্রস্তাব দেন সদানন্দবাবু এমনটাই অভিযোগ ওই ছাত্রীর মায়ের। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। আর এর পরেই এই ঘটনার কথা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জানায় ঐ ছাত্রীর পরিবার। এমনকি সুবিচারের আশায় কাটোয়া মহকুমা শাসক সৌমেন পালেরও স্মরণাপন্ন হন ঐ পরিবার বলে জানা গেছে। এদিকে মহকুমা শাসক জানিয়েছেন এই ঘটনায় ওই ছাত্রীর পরিবারের পাশে আছে প্রশাসন আর ওই পরিবারকে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।পাশাপাশি তিনি জানান পুলিশ এই ঘটনায় উপযুক্ত তদন্ত করবে এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তারপরই ওই ছাত্রীর মা কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে । এই নিয়ে সদানন্দবাবুর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনার মতামত জানান -