এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ‘ইয়ে নয়া ভারত হ্যায়’! ৪০ শহীদের রক্তের জবাব পাকিস্তানে ঢুকে ৩০০ জঙ্গি নিকেশ করে

‘ইয়ে নয়া ভারত হ্যায়’! ৪০ শহীদের রক্তের জবাব পাকিস্তানে ঢুকে ৩০০ জঙ্গি নিকেশ করে

১৪ ই ফেব্রুয়ারী দিনটা সমস্ত ভারতবাসীর বুকে দগদগে এক ক্ষতের মত – সারা বিশ্ব যখন প্রেমের দিনটিকে নিজেদের মত পালন করতে ব্যস্ত – ঠিক তখনই জয়েশ-ই-মহম্মদের জঙ্গিদের বর্বরোচিত হানায় অকালে প্রাণ হারান ভারত মায়ের ৪০ টা তরতাজা সন্তান। স্বাভাবিকভাবেই, এই ঘটনায় ক্ষোভে-ক্রোধে ফুঁসতে থাকে গোটা দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ভারতবাসীর বুকের আগুন তিনি অনুভব করছেন, বীর শহীদদের এই বলিদান তিনি ব্যর্থ হতে দেবেন না। ভারতীয় সেনাবাহিনীকে তিনি পূরণ ক্ষমতা দিয়ে রেখেছেন – এই ঘটনার চরম প্রতিশোধ নিতে।

আর এরপরে একটা একটা করে দিন কেটেছে – আর বিরোধী রাজনীতিবিদরা নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলেছেন। প্রধানমন্ত্রী নাকি শহীদের রক্ত নিয়ে রাজনীতি করেছেন! কিন্তু, বিরোধীদের এই অভিযোগ নিয়ে মনোযোগ দেওয়া দূরে থাক – নরেন্দ্র মোদী সম্পূর্ণরূপে ব্যস্ত ছিলেন পাকিস্তানকে হাতে ও ভাতে মারতে! প্রথমে কূটনৈতিকভাবে বিশ্বের তাবড় তাবড় শক্তিশালী দেশগুলির সমর্থন আদায় করে নেওয়া যে – ভারতের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে নয়, ভারতের লড়াই আদতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে। আর ভারত যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শুরু করে – তাহলে বহির্বিশ্বের সমর্থন থাকবে ভারতের দিকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরেই পাকিস্তানে পণ্য আমদানী-রপ্তানির উপর শুল্ক বহুগুন করে দিয়ে, পাকিস্তানের রেশন ব্যবস্থাকেই আতঙ্কিত করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, প্রথমে পরমাণু-হুমকি দিয়েও পরবর্তীকালে, ভারত যেন আক্রমণে না যায় তার জন্য নতজানু হয়ে সমঝোতায় আসতে চেয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রমান করে দিলেন – ইয়ে নয়া ভারত হ্যায়, ইয়ে ঘুষেগা ভি – মারেগা ভি! পাকিস্তানকে যখন চতুর্দিক থেকে নাজেহাল ও কাবু করে দেওয়া গেছে – তখন কাশ্মীরের জঙ্গি হামলার ঠিক ১২ দিন বাদে চরম পদক্ষেপ নিল ভারত।

পাকিস্তানের মত দেশকে শায়েস্তা করতে গেলে তাড়াহুড়ো নয় – বরং পরিকল্পনা মাফিক ধৈর্য দেখিয়েই আক্রমন শানাতে হবে আবার প্রমান করে দিল ভারত। আজ ভোর ৩:৩০ টে নাগাদ ভারতীয় বায়ুসেনার ১২ টি মিরাজ বিমান নিয়ে পাকিস্তানের সীমা পার করে জঙ্গি লঞ্চ প্যাড গুলো ১,০০০ কিলো ভারী বোমায় ছিন্নভিন্ন করে দেওয়া হল। ভারত মায়ের অমর ৪০ প্রাণের জবাব এল ৩০০ জঙ্গিকে নিকেশ করে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মুজাফরাবাদ, বালাকোট, চাকোটার জঙ্গি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে খবর মিলেছে বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে। এমনকি, পাকিস্তানও এই আক্রমনের কথা স্বীকার করে নিয়েছে। তবে – ইটা কি সুধী ট্রেলর ছিল? পুরো মুভি কি এখনো বাকি? নরেন্দ্র মোদী-অজিত দোভালের পরবর্তী পদক্ষেপ দেখতে মরিয়া ভারতবাসী।

ই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!