এখন পড়ছেন
হোম > জাতীয় > পুলওয়ামা হামলার প্রত্যাঘাত শুরু করলো ভারতীয় সেনা, উচ্চস্তরীয় নিরাপত্তা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুলওয়ামা হামলার প্রত্যাঘাত শুরু করলো ভারতীয় সেনা, উচ্চস্তরীয় নিরাপত্তা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


পুলওয়ামা হামলার প্রত্যাঘাত শুরু করলো ভারতীয় সেনা। আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সীমান্তরেখা বরাবর এয়ার স্ট্রাইক করেছে ভারতীয় বায়ু সেনা। আর এই নিয়ে উচ্চস্তরীয় নিরাপত্তা বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

জানা যাচ্ছে যে, জানা যাচ্ছে ভোট তিনটে নাগাদ সীমান্তরেখা বরাবর বালাকোট সেক্টর দিয়ে পাকিস্তানের মাটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার অত্যাধুনিক মিরাজ-২০০০ যুদ্ধবিমানে করে ১০০০ কেজি ওজনের বোমা ফেলা হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে। আর এর ফলেই পাক জঙ্গি ঘাঁটি তছনছ হয়ে গিয়েছে।

ভারতীয় সেনার তরফ থেকে দাবি করা হয়েছে যে পাক অধিকৃত কাশ্মীরে জইশের অন্তত ৩টি কন্ট্রোল রুম সমেত বেশ কিছু লঞ্চ প্যাড উড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া মুজাফফরপুরে লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মহম্মদের যৌথ জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে হামলা চালায় ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ২৫ মিনিট ধরে বোমাবাজি করেছে ভারতীয় বায়ুসেনা। পাক সীমান্তের ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতীয় সেনার হামলায় জইশের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে । অন্তত ৩০০ জন জঙ্গির মৃত্যু হতে পারে বলে মনে করছেন সেনারা। বালাকোট, চকোটি ও মুজফফরাবাদে লঞ্চপ্যাড ধ্বংস করেছে সেনা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এয়ার স্ট্রাইক ১০০ শতাংশ সফল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিদ দোভাল প্রধানমন্ত্রীকে হামলা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।

যদিও পাক সেনা প্রধান টুইট করে জানিয়েছে যে ভারতীয় হামলা সফল হয়নি, ভারতীয় বিমান ভেঙে পড়েছে।তাদের কোনো ক্ষতি হয়নি। এছাড়া এই নিয়ে পাক সেনা টুইট করে দাবি করেছে যে পাক সীমায় ভারতীয় যুদ্ধবিমান মাত্র ৩-৪ মাইল ভিতরে প্রবেশ করেছিল।আর এই নিয়েই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে বায়ুসেনাকে স্যালুট জানান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!