এখন পড়ছেন
হোম > জাতীয় > “আপনার খেলা ধরা পড়ে গেছে, মমতাকে দরজা দেখাবে বাংলার মানুষ” – বিস্ফোরক প্রধানমন্ত্রী

“আপনার খেলা ধরা পড়ে গেছে, মমতাকে দরজা দেখাবে বাংলার মানুষ” – বিস্ফোরক প্রধানমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভায় যোগদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আজকের সভা নিয়ে ৫ বার রাজ্যসফর করলেন প্রধানমন্ত্রী। আজ কাঁথির জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন যে, তাঁর খেলা ধরা পরে গেছে। আগামী ২ দেয়া মে বাংলার মানুষ তাঁকে দরজা দেখাবে।

আজ কাঁথির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন যে, ভারতের স্বাধীনতার লড়াইয়ে বাংলার অনেক অবদান রয়েছে। বাংলার এই অবদানের স্বীকৃতি দেওয়া হলো বিজেপির দায়িত্ব। আগামী ২ রা মে মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আর বাংলায় আসতে চলেছে আসল পরিবর্তন। প্রধানমন্ত্রী জানান, তিনি যেদিকেই তাকান, সেদিকেই তিনি ভিড় আর ভিড় দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে এই ছবি দেখার অনুরোধ জানালেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এই ছবি বলে দিচ্ছে যে, তৃণমূলের খেলা শেষ, বিকাশ শুরু। বাংলার বিকাশ হলো বিজেপি’র সংকল্প।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রধানমন্ত্রী জানালেন যে, বাংলা চায় শিক্ষা, বাংলা চায় শিল্প, বাংলা চায় কর্মসংস্থান, চায় নারী সুরক্ষা ও কৃষক সম্মান। তাই বাংলায় বিজেপি সরকারের প্রয়োজন। এরপরই মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করে প্রধানমন্ত্রী জানালেন যে, মুখ্যমন্ত্রীর খেলা ধরা পড়ে গেছে। আগামী ২ রা মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ দরজা দেখাবেন। বাংলার মানুষ তাঁর কুশাসনের জবাব দিতে তৈরি হয়ে রয়েছেন। তৃণমূলকে সাজা দিতে তৈরি হয়েছেন রাজ্যের মা-বোনেরা।

প্রধানমন্ত্রী জানালেন, মানুষের আওয়াজ শুনেই বিজেপির ইশতেহার তৈরি হয়েছে। দেশের আত্মনির্ভরতার অন্যতম ভরকেন্দ্র হলো মেদিনীপুর। তিনি জানালেন, তৃণমূল সরকার আধুনিক কোল্ড স্টোরেজ, ফুড প্রসেসিং এর সুবিধা দিতে পারেনি। লোকাল এর জন্য ভোকাল, এটাই হলো বিজেপির সংকল্প। তিনি জানালেন, বাংলার কৃষকেরা মুখ্যমন্ত্রীর নির্মমতা কখনোই ভুলতে পারবেন না।

কাঁথির জনসভা থেকে প্রধানমন্ত্রী জানালেন যে, বিজেপি সমস্ত স্কিমকে স্ক্যাম থেকে মুক্ত করবে। কাটমানি নয়, বিজেপি সরাসরি ব্যাংক একাউন্টে টাকা জমা দেবে। তিনি জানালেন, করোনা সংক্রমণ কালে মহিলাদের জন্য কোটি কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মহিলাদের জন্য ঘরে ঘরে জল পৌঁছে দিয়েছে কেন্দ্র। তবে, তৃণমূল সরকার এখানে কিছুই করতে দেয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!