এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কি নির্লজ্জ! শুভেন্দুর সভা আটকাতে বৃহৎ পরিকল্পনা মমতার? অস্বস্তিতে তৃণমূল!‌

কি নির্লজ্জ! শুভেন্দুর সভা আটকাতে বৃহৎ পরিকল্পনা মমতার? অস্বস্তিতে তৃণমূল!‌


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য রাজনীতিতে কোনোমতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে পেরে উঠছেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানেই শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, সেখানেই তৃণমূলের হার কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে গিয়ে শুভেন্দু অধিকারী যখন জানান যে, তিনি কিছুদিনের মধ্যে আবার দিনহাটায় আসবেন, তার সাথে সাথেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই দিনহাটায় সভা করার ব্যাপারে তৎপর হয়ে ওঠেন। আর আজ নাটাবাড়িতে বক্তব্য রাখতে গিয়ে সেই তথ্যই তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, আজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিনহাটায় তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি সভা করেছেন। আর তার কিছু সময় পরেই নাটাবাড়িতে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কিছুদিন আগেই একজন দিনহাটায় সভা করে গিয়েছেন। কয়েকদিন আগে আমি উত্তরবঙ্গে এসে বলেছিলাম, 12 তারিখ দিনহাটায় আসব। আর সাথে সাথেই মেরে দিয়েছে। আমি সভা করব জন্যে দিনহাটায় আজকে আগেভাগেই সভা করেছে। আর আমরা নাটা বাড়িতে করছি।”

অর্থাৎ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর আগে দিনহাটায় সভা করার কোনো ঠিক ছিল না। কিন্তু যেই শুভেন্দু অধিকারী বলেছেন যে, তিনি সেখানে সভা করবেন, তার সাথে সাথেই তৃণমূলকে দিয়ে পারমিশন নিয়ে সেইখানে আজকে সভা করে শুভেন্দু অধিকারীর সভাকে বানচাল করার চেষ্টা করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী নাটাবাড়িতে সভা করে দেখিয়ে দিয়েছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার বুদ্ধির কাছে কার্যত ১০-০ গোল খেয়ে গেলেন। পাশাপাশি এটাও প্রমাণ হয়ে গেল যে, শুভেন্দু অধিকারীকে দেখে প্রচন্ড ভয় পান মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!