এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কোচবিহারের সভায় গিয়ে আরও কোনঠাসা মমতা? হালে পানি পাবে না তৃণমূল!

কোচবিহারের সভায় গিয়ে আরও কোনঠাসা মমতা? হালে পানি পাবে না তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট-নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করলেও, কোচবিহারের মাটিতে নিজেই কোনঠাসা হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ কাকে গ্রহণ করবে, তা স্পষ্ট হয়ে গেল শুভেন্দু অধিকারীর সভায়। সকালে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে অনেক কটাক্ষ করেছিলেন বিজেপিকে। আর তার কয়েক ঘণ্টা পরেই সেই কোচবিহারের নাটাবাড়িতে সভা করে সাধারণ মানুষের কাছে কার গ্রহণ ক্ষমতা বেশি, তা স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, আজ নাটাবাড়িতে সভা করতে গিয়ে জনতার উদ্দেশ্যে বড় প্রশ্ন ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমার কাছে 1956 ভোটে পরাজিত কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে কোচবিহারের মানুষ গ্রহণ করবে, নাকি মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারীকে গ্রহণ করবে!” আর শুভেন্দুবাবুর মুখ থেকে এই কথা শুনেই জনতার উচ্ছ্বাস চরমে ওঠে। বিজেপির সভায় উপস্থিত সাধারণ মানুষ থেকে শুরু করে গেরুয়া শিবিরের কর্মীরা সকলেই জানান দেয় যে, তারা সকলে বিজেপি এবং শুভেন্দু অধিকারীর সঙ্গেই রয়েছেন। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় যতই মেশিনারি কাজে লাগিয়ে সভা করুন না কেন, একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে, কোচবিহারে হাজারও সভা করেও হালে পানি পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!