এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রামনবমীর মিছিলে এত জ্বালা মমতার ? নয়া বক্তব্যে বাড়ছে বিতর্ক !

রামনবমীর মিছিলে এত জ্বালা মমতার ? নয়া বক্তব্যে বাড়ছে বিতর্ক !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এই রাজ্যের মুখ্যমন্ত্রী সনাতন ধর্মকে একেবারেই সহ্য করতে পারেন না বলেই অভিযোগ ভারতীয় জনতা পার্টির। এমনিতেই লোকসভা ভোট। আর সেই লোকসভা ভোটের নির্বাচনী প্রচার থেকে বারবার রাম নবমীর মিছিলকে হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলার চেষ্টা করছেন যে, রামনবমীর মিছিলে দাঙ্গা করার চেষ্টা হবে। অর্থাৎ ঘুরিয়ে সনাতনীদের অপমান করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে আজ কোচবিহারের সভা থেকে সেই মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে হাতিয়ার করে তাকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন নাটাবাড়ির সভা থেকে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আজকেও মুখ্যমন্ত্রী বলেছেন, রামনবমীতে ওরা মিছিল করবে। ওরা মানে কারা! সনাতনীদের কেন সহ্য করতে পারেন না? আপনি ঈদের নামাজে যেতে পারেন, কিন্তু রাম মন্দির উদ্বোধনে যেতে পারেন না।” একাংশ বলছেন, এই কথা বলে শুভেন্দু অধিকারী হিন্দু সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক আরও বিজেপির পক্ষে নিয়ে আসলেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে তিনি যে সনাতন বিরোধী, সেই বিষয়টি সাঁটিয়ে দেওয়ার চেষ্টা করলেন বলেই দাবি রাজনৈতিক সমালোচকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!