এখন পড়ছেন
হোম > জাতীয় > শুভেন্দুর অভিযোগের পরই তৎপর কেন্দ্র, করোনা-অ্যাপ নিয়ে তদন্তের নির্দেশ, চাপে রাজ্য!

শুভেন্দুর অভিযোগের পরই তৎপর কেন্দ্র, করোনা-অ্যাপ নিয়ে তদন্তের নির্দেশ, চাপে রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   ঠিক কিভাবে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলতে হবে, তার চেষ্টা প্রতি সময়েই করে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন দিক দিয়ে সরকারকে বাগে ফেলার চেষ্টা করছেন তিনি। স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রাক্তন সদস্য তার অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। বলা বাহুল্য, করোনা ভাইরাসের টিকাকরনের জন্য কেন্দ্রের পক্ষ থেকে একটি অ্যাপ খোলা হয়েছে। কিন্তু সেই অ্যাপের বদলে রাজ্যের পক্ষ থেকে আবার নতুন করে পোর্টাল খোলা হয়েছে। আর এই গোটা বিষয় নিয়েই প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। সম্প্রতি দিল্লিতে গিয়েছেন তিনি।

আর সেখানে গিয়েই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এই ব্যাপারে রাজ্যের ভূমিকার সমালোচনা করেছেন বিরোধী দলনেতা। আর শুভেন্দুঅধিকারী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে করোনা ভাইরাসের টিকা-করনের জন্য রাজ্যের পক্ষ থেকে পৃথক অ্যাপ গঠন নিয়ে প্রশ্ন তোলার পরই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের চাপ বাড়িয়ে কেন্দ্রের পক্ষ থেকে দেওয়া হল তদন্তের নির্দেশ। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী এবার যে রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাসের টিকাকরনের জন্য পৃথক অ্যাপ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে চাপে ফেলে দিলেন, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। যেখানে কেন্দ্রের পক্ষ থেকে অ্যাপ থাকা সত্ত্বেও রাজ্য নতুন করে পোর্টাল তৈরি করেছে বলে অভিযোগ জানান তিনি। স্বাভাবিকভাবেই দেশের অন্তর্গত পশ্চিমবঙ্গে কেন পৃথক নিয়ম, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। আর এরপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগকে মান্যতা দিয়ে বাংলার পক্ষ থেকে করোনা ভাইরাসের টিকাকরন নিয়ে “বেনভ্যাক্স” নামে যে অ্যাপ গঠন করা হয়েছে, তা নিয়ে তদন্তের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “অ্যাপ নিয়ে আমার অভিযোগ গ্রহণ করেছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। তারপর তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন।”

বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী কেন্দ্রের কাছে দরবার করে রাজ্যের অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন। এক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের অ্যাপ কেন্দ্রের পক্ষ থেকে গঠন করা হলেও রাজ্য তার সম্পূর্ণ বিপক্ষে গিয়ে নিজেদের মত করে অ্যাপ গঠন করার কারণে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে। আর এবার সেই প্রশ্ন নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করে বড় সাফল্য পেলেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক।

যেখানে শুভেন্দু অধিকারীর অভিযোগের পরই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চাপে রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে গোটা বিষয়ে দেওয়া হল তদন্তের নির্দেশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেন্দ্রের পক্ষ থেকে এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কতটা চাপে পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!