এখন পড়ছেন
হোম > জাতীয় > 23 আসন পেলেই বাংলাকে বদলে দেওয়ার ডাক অমিত শাহের, শুনেই ‘উন্মাদ’ বলে তীব্র আক্রমণ তৃণমূলের

23 আসন পেলেই বাংলাকে বদলে দেওয়ার ডাক অমিত শাহের, শুনেই ‘উন্মাদ’ বলে তীব্র আক্রমণ তৃণমূলের


আসন্ন লোকসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে শাসক বনাম বিরোধীর রাজনৈতিক উত্তাপের পারদ যেন ক্রমশ চড়তে শুরু করেছে। এতদিন রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রী বনাম রাজ্য বিজেপির নেতা মন্ত্রীদের মধ্যে জোর টিপ্পনি চলত। কিন্তু গতকাল লোকসভা নির্বাচনের আগে পুরাতন মালদহের সভায় এসে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

সূত্রের খবর, দুপুর দেড়টা নাগাদ অস্থায়ী হেলিপ্যাডে পুরাতন মালদহের নিত্যানন্দপুরের সভায় উপস্থিত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর সেই সভা থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ ছুড়ে দেন তিনি। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের 42 টি আসনের মধ্যে অন্তত 23 টি আসন নিজেদের দখলে রাখবার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বানও জানান অমিত শাহ।

এদিনের সভায় তিনি বলেন, “এবারের লোকসভা নির্বাচন শুধুমাত্র দেশের জন্য নয়, বাংলার জন্যও ঐতিহাসিক নির্বাচন। বাংলায় সিপিএমের শাসন পাল্টে দিয়ে আপনারাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন। তাই আপনারাই এবার পরিবর্তন ঘটাতে পারবেন। আর তাই বাংলার মানুষের কাছে হাতজোড় করছি, আমাদের ঝুলিতে, নরেন্দ্র মোদির ঝুলিতে বাংলা থেকে 23 টি আসন আপনারা দিন। আমরা বাংলাকে প্রকল্পে প্রকল্প ভরিয়ে দেব। বদলে যাবে গোটা বাংলা।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা, ওড়িশার মত রাজ্যগুলিকে পাখির চোখ করেছে বিজেপি। কেননা গোবলয়ের মত রাজ্যগুলিতে কিছুটা হলেও বিজেপির ভোটব্যাংকে ধ্বস নেমেছে। আর তাইতো এবার সেই বাংলাতে সভা করে সাধারণ মানুষের কাছে 23 টি আসন নিজেদের দখলে রাখার আবেদন জানালেন বিজেপির সর্বভারতীয় সেনাপতি। অন্যদিকে এবারের লোকসভা ভোট বিগত পঞ্চায়েত ভোটের মত হবে না বলেও রাজ্যের পুলিশ প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি সমস্ত বিজেপি বিরোধী দলগুলোকে নিয়ে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক ঐতিহাসিক সমাবেশ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যার মূল লক্ষ্যই ছিল বিজেপি বিরোধিতা। আর এই ব্রিগেড সমাবেশের বিরুদ্ধেও মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, “বিরোধীদের জোট আসলে স্বার্থের জোট। এখানে নজন প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন। কিন্তু আমাদের একজনই প্রধানমন্ত্রী। তাঁর নাম নরেন্দ্র মোদি।”

এদিকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পটি সম্প্রতি রাজ্যের পক্ষ থেকে না করে দেওয়ায় সেই প্রসঙ্গেও এদিন রাজ্যকে বিধেন অমিত শাহ। অন্যদিকে সরকারি কর্মচারীদের ভোট টানতে ক্ষমতায় এলে শপথের দিনই এখানকার কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের এহেন কটাক্ষের জবাব দিয়েছে রাজ্যের ঘাসফুল শিবিরও।

বাংলায় 23 টি আসন পাওয়ার কথা বললে এদিন সেই অমিত শাহকে কটাক্ষ করে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “রাজ্যের কেন্দ্রীয় প্রকল্পে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে বিজেপি। বাংলার মানুষ এর জবাব দেবে। ওনারা উন্মাদের মতো যাই বলুন না কেন, আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের 42 আসনের মধ্যে বিজেপি শূন্য পাবে।”

সব মিলিয়ে এবার বাংলায় এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আগামী লোকসভা নির্বাচনে 23 আসন পাওয়ার কথা বললে পাল্টা রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকেও বিজেপির উদ্দেশ্যে করা হল জোর কটাক্ষ। আর এই ঘটনাকে ঘিরেই এখন সরগরম রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!