এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রতিষেধক আসার আগেই দেশের মানুষের কাছে রিলায়েন্সের অঙ্গীকার

প্রতিষেধক আসার আগেই দেশের মানুষের কাছে রিলায়েন্সের অঙ্গীকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আশঙ্কা বাড়িয়ে প্রায় প্রতিদিন ভারতে রেকর্ড সংখ্যক করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। অন্যদিকে করোনাকে হারানোর জন্য এই মুহূর্তে প্রয়োজন প্রতিষেধক, ওষুধের। কিন্তু সে ব্যাপারেও এখনো নিশ্চিত রূপে কিছু বলতে পারেননি বিশেষজ্ঞরা। তবে প্রতিষেধক আবিষ্কার হলে দেশের প্রতিটি ঘরে যাতে তা পৌঁছানো যায়, তা নিয়ে এবার আশ্বাস দিলেন রীলায়েন্স ইন্ড্রাষ্টির বর্তমান চেয়ারম্যান নীতা আম্বানি। নীতা আম্বানির ঘোষণার পরেই দেশজুড়ে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।

এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে সংস্থার চেয়ারম্যান নীতা আম্বানি ঘোষণা করেন, নিজেদের সাপ্লাই চেন এর মাধ্যমে করোনার ভ্যাকসিন আবিষ্কার হওয়া মাত্রই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। মুকেশ ঘরণী দাবি করেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দু লক্ষ কর্মচারী এই কাজের দায়িত্ব নেবে। অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এবার রিলায়েন্স ফাউন্ডেশন সরকার এবং মিউনিসিপ্যাল অথরিটিগুলির সঙ্গে জোট বেঁধে কাজ করবে রিলায়েন্স।

পাশাপাশি এদিন নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশন এর কর্মকান্ড নিয়ে বিশদে বলেন। তিনি দাবি করেন করোনা পরিস্থিতি সামাল দিতে রিলায়েন্স ফাউন্ডেশন গোটা দেশজুড়ে গরিব মানুষের মুখে খাবার তুলে দিয়েছে। শুধু তাই নয়, পর্যাপ্ত পিপিই কীট এবং n95 মাস্ক উৎপাদন করে পরিস্থিতি সামাল দেন তাঁরা। এছাড়াও রিলায়েন্স এর পক্ষ থেকে এমার্জেন্সি সার্ভিস বাহনগুলিকে বিনামূল্যে তেল দেওয়া হয়েছে। অন্যদিকে বিগত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরো বেড়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই মুহূর্তে দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 9 লক্ষ 366 হাজার 181। যাদের মধ্যে 3 লক্ষ 19 হাজার 849 টি অ্যাক্টিভ কেস রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে 5 লক্ষ 92 হাজার 32 জন মানুষ ইতিমধ্যেই করোনাকে হারিয়ে দিয়েছেন বলে খবর। এবং দেশজুড়ে এখনো পর্যন্ত 24 হাজার 309 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে জানা গেছে করোনার শুরু থেকেই রিলায়েন্স ইন্ডাস্ট্রি সংক্রমণ ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিয়েছে। মুম্বাইতে প্রথম 100 বেডের করোনা হাসপাতাল গড়ে তোলে তাঁরা।

পাশাপাশি করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই রিলায়েন্স সংস্থা প্রধানমন্ত্রী পিএম কেয়ার তহবিলে 500 কোটি টাকা অনুদান দেন। আর সে নিয়েও রিলায়েন্স ইণ্ড্রাস্ট্রিজের নাম সর্বাগ্রে এসেছে। প্রসঙ্গত বিশ্বজুড়ে চলছে এখন করোনা ভ্যাকসিন তৈরীর কাজ। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই দাবি করছে, করোনা ভ্যাকসিন হাতে আসা মাত্র সময়ের অপেক্ষা। আর সেই ভিত্তিতেই এবার রিলায়েন্স এর পক্ষ থেকে প্রতিষেধক দেশের প্রতিটি কোণায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!