এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর গড়ে গিয়ে তাঁর অস্ত্রেই মেদিনীপুরের মহারথীকে কুপোকাত ফিরহাদের! আরও টগবগে তৃণমূল

শুভেন্দুর গড়ে গিয়ে তাঁর অস্ত্রেই মেদিনীপুরের মহারথীকে কুপোকাত ফিরহাদের! আরও টগবগে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত শনিবার শুভেন্দু অধিকারী যোগদান করেছেন বিজেপিতে। এরপর তাঁর গড়েই আজ শক্তি প্রদর্শন করল রাজ্যের শাসক দল তৃণমূল। আজ কাঁথিতে মিছিল ও সভা শাসক দল তৃণমূলের। তাই কাঁথির বিভিন্ন রাস্তায় তৃণমূলের পোস্টারে , ব্যানারে ছেয়ে গেছে। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানে, যে তৃণমূল দলের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এছাড়া তাঁকে ছাড়াও যে দল বিপুল জমায়েত করতে পারে, এটাই করে দেখাতে চেয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল।

আজকের কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন অখিল গিরি, যিনি শুভেন্দু অধিকারীর ঘোরতর বিরোধী। এই সভায় বক্তব্য রাখেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও তৃণমূল সাংসদ সৌগত রায়। সরাসরি নাম ধরে শুভেন্দু অধিকারীর প্রতি তীব্র কটাক্ষ করে সভায় বক্তব্য রাখেন সৌগত রায়। জানালেন শুভেন্দু অধিকারী মীরজাফরের দলে নাম লিখিয়েছেন। তিনি চলে গেছেন বিশ্বাসঘাতকের দলে। আবার, সম্প্রতি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পরিবার তন্ত্রের অভিযোগ এনেছিলেন। শুভেন্দু অধিকারীকে এই ইস্যুতেই তীব্র কটাক্ষ করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরাসরি তাঁর নাম নিয়েই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, শিশির অধিকারীর ছেলে হয়েই রাজনীতিতে লিফটে উঠেছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এখন তিনিই পরিবারতন্ত্রের কথা বলছেন। শুধুমাত্র শিশির অধিকারীর ছেলে হওয়ার জন্যই অল্প বয়সে সাংসদের টিকিট পেয়েছিলেন তিনি। কিন্তু আজ তিনিই বলছেন পরিবারতন্ত্রের কথা। ফিরহাদ হাকিমের বক্তব্য, ” শিশির অধিকারীর ছেলে হয়ে রাজনীতিতে লিফটে উঠেছ আর তুমি পরিবারতন্ত্রের কথা বল? অল্প বয়সে সাংসদের টিকিট পেয়েছিলে শুধু শিশির অধিকারীর ছেলে বলে ৷ আর আজ তুমি পরিবারতন্ত্রের কথা বলছ! ”

প্রসঙ্গত কিছুদিন আগে শুভেন্দু অধিকারী পরিবারতন্ত্র বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে প্রবল আক্রমণ করেছিলেন, তারই উপযুক্ত জবাব দিলেন ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, তাঁর মাতা, পিতা কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নন। সিঁড়ি ভেঙেই তিনি এখানে এসেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী উঠেছেন লিফটে। তবে, পিতা শিশির অধিকারী না থাকলে তিনি কিছুই করতে পারতেন না। তিনি জানালেন যে, গত ২০০৯ সালে এত অল্প বয়সে তিনি সাংসদের টিকিট পেয়েছিলেন, শুধুমাত্র শিশির অধিকারীর ছেলে হওয়ার কারণেই কিন্তু আজ তিনি পরিবারতন্ত্রের কথা বলছেন। এভাবে পরিবারতন্ত্রের ইস্যুতে তাঁরা অস্রেই তাঁকে ঘায়েল করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবারতন্ত্র বিষয়ে বিজেপিকেও একহাত নিলেন তিনি।

অন্যদিকে আজকের এই সভা থেকে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন, ” শুভেন্দুকে আমি অনেক দিন ধরে চিনি, শিশিরবাবুকে তাঁর আগে থেকেই চিনি। শুভেন্দু আজ মিরজাফরদের দলে, এটাই দুঃখের। সিরাজদৌল্লা হেরে গিয়েছেন, কিন্তু মানুষ তাঁকে মনে রেখেছে। কাঁথির একজন নাম লেখালেন বাংলার বিশ্বাসঘাতকদের সঙ্গে। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!