এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মন্ত্রীসভার বৈঠকে আসেননি কেন! জানিয়ে দিলেন রাজীব!

মন্ত্রীসভার বৈঠকে আসেননি কেন! জানিয়ে দিলেন রাজীব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছিল বাংলায়। শুভেন্দু অধিকারীর পর তিনিও দলবদল করতে পারেন বলে দাবি করেছিল একাংশ। বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টারের পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত পোস্টার পড়তে দেখা যায়। যার ফলে তার দলবদল নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পেতে শুরু করে।

আর এই পরিস্থিতিতে সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়ে সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠক হলেও সেখানে অনুপস্থিত থাকতে দেখা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে। যার ফলে তিনিও দ্রুত দলবদল করতে পারেন এবং দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হচ্ছে বলে দাবি করেন একাংশ। এমতাবস্থায় মন্ত্রিসভার বৈঠকে তার অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন বিধানসভায় উপস্থিত হন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তাকে মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিতির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দলের সঙ্গে আমার কোনো দূরুত্ব নেই। পারিবারিক কারণে মন্ত্রিসভার বৈঠকে যাইনি। সেটা যেখানে জানানোর জানিয়েছি। আমি কোনো জল্পনা-কল্পনাতে নেই।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দু অধিকারীর পর যদি রাজীব বন্দ্যোপাধ্যায় দলত্যাগ করেন, তাহলে তা তৃণমূলের পক্ষ খুব একটা ভালো হবে না।

কেননা তার মত দক্ষ সাংগঠনিক এবং স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব যদি দলত্যাগ করেন, তাহলে তা শাসকদলের কাছে অত্যন্ত চাপের কারণ হয়ে দাঁড়াবে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই রাজীব বন্দ্যোপাধ্যায় দলের একাংশের বিরুদ্ধে নাম না করে সরব হয়েছিলেন। সেখানে তিনি বলেন, “যখন যোগ্যতার সঙ্গে কাজ করা হয়, সঙ্গে সঙ্গে পিছনের সারিতে ঠেলে দেওয়া হয়। যাদের মানুষ দেখতে চায় না, তারাই আজ সামনের সারিতে। এটা স্তাবকতার যুগ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত শীর্ষনেতার মুখ থেকে এই ধরনের মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে তাকে নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। আর তারপরেই তাকে নিয়ে বৈঠকে বসতে দেখা যায় তৃণমূল শীর্ষ নেতৃত্বকে। যার পর পরিস্থিতি আয়ত্তে আসবে বলে মনে করা হয়েছি। কিন্তু তারপরেও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিতি নিয়ে আশঙ্কা বাড়তে শুরু করে শাসকদলের অন্দরমহলে।

অবশেষে সেই ব্যাপারে গোটা বিষয়টি পরিষ্কার করলেন সেই রাজীব বন্দ্যোপাধ্যায়। যেখানে পারিবারিক কারণের জন্য তিনি মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থেকেছেন বলে জানিয়ে দিলেন তিনি। পাশাপাশি দলের সঙ্গে তার কোনো গুরুত্ব নেই বলেও স্পষ্ট করে দিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী। তবে মুখে রাজীব বন্দ্যোপাধ্যায় একথা বললেও, তার গতিবিধি কোন দিকে এগিয়ে যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!