এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি, কংগ্রেস বা সিপিএম নয় – এবার তৃণমূলের ঘর ভেঙে বড় ঝটকা দিল ফরওয়ার্ড ব্লক! সরগরম রাজ্য

বিজেপি, কংগ্রেস বা সিপিএম নয় – এবার তৃণমূলের ঘর ভেঙে বড় ঝটকা দিল ফরওয়ার্ড ব্লক! সরগরম রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে গোটা রাজ্য জুড়ে দলবদলের পালা চলছে। মূলত এই দলবদলের প্রতিযোগিতা তৃণমূল এবং বিজিপির মধ্যেই শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূল থেকে কখনও বিজেপি, আবার কখনও বা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান প্রক্রিয়া হতে দেখা যাচ্ছে। তবে এই দুই দলের পাশাপাশি বাম শিবির এবং কংগ্রেস শিবিরে ব্যাপক ভাঙন ধরানো হচ্ছে। তবে বাম এবং কংগ্রেসে ভাঙ্গন ধরিয়ে কর্মী-সমর্থকরা হয় তৃণমূল, না হয় বিজেপিতে যোগ দিচ্ছে।

স্বাভাবিক ভাবেই বর্তমান পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে লাভ ক্ষতির অংক কষতে শুরু করেছে ঘাসফুল শিবির এবং পদ্মফুল শিবির। কোন দল বেশি যোগদান করাতে পারে, তা নিয়ে একে অপরের উদ্দেশ্যে ছুঁড়ে দিচ্ছে চ্যালেঞ্জ। কিন্তু এবার দলবদলের ক্ষেত্রে কিছুটা উলটপুরান হতে দেখা গেল রাজ্যে। জানা গেছে, এবার তৃণমূল কংগ্রেস ভেঙে ব্যাপক কর্মী-সমর্থক যোগ দিল বামেদের শরিকদল ফরওয়ার্ড ব্লকে। সূত্রের খবর, উলুবেড়িয়ার ঘটনা নিঃসন্দেহে বাম শিবিরকে যেমন উজ্জীবিত করলো্, ঠিক তেমনই বাংলায় বর্তমান যে দলবদল তৃণমূল এবং বিজেপির মধ্যে হয়ে আসছে, তা কিছুটা অন্যদিকে মোড় নিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, রবিবার উলুবেড়িয়ার হাটগাছায় তৃণমূল কংগ্রেস ছেড়ে শতাধিক নেতাকর্মী ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন। যাদের মধ্যে বেশকিছু পরিযায়ী শ্রমিক রয়েছেন বলে খবর। এদিন তাদের হাতে দলের পতাকা তুলে দেন ফরওয়ার্ড ব্লক নেতা কুতুবউদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জমিউস শরীয়ত মল্লিক, মহম্মদ নাসির, মতিয়ার রহমান সহ অন্যান্যরা। কিন্তু যেখানে বর্তমানের তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে, সেখানে এই তৃণমূল কর্মীরা হঠাৎ বাম শিবিরের দিকে পা বাড়ালেন কেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদের এই প্রসঙ্গে মতিয়ার রহমান বলেন, “করোনা আবহে রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ। নামেই মা মাটি মানুষের সরকার। কিন্তু মানুষের পাশে থাকেন না শাসক দলের নেতারা। পরিযায়ী শ্রমিকদের পাশে তাদের দাঁড়াতে দেখা যায়নি তাদের‌। পাশে দাঁড়িয়েছে বামফ্রন্ট, পাশে দাঁড়িয়েছে ফরওয়ার্ড ব্লক। তাই তারা তৃণমূল ছেড়ে ফরওয়ার্ড ব্লকে যোগ দিয়েছেন।”

আর এখানেই একাংশের প্রশ্ন, যেভাবে বর্তমানে দলবদল পালা তৃণমূল এবং বিজেপির মধ্যে আটকে ছিল, সেদিক থেকে কিছুটা মোড় নিয়ে যেভাবে এদিন ফরওয়ার্ড ব্লকের তৃণমূলের কর্মী সমর্থকদের যোগদান করতে দেখা গেল, তাতে বাম শিবির ধীরে ধীরে উজ্জীবিত হচ্ছে বলেই মনে করছেন একাংশ। যদি এইভাবে বামেদের দিকেও এখন যোগদান প্রক্রিয়া চলতে থাকে, তাহলে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক লড়াইয়ের মাঝে আগামী বিধানসভা নির্বাচনে বামেরাও ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!