এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবারও গেরুয়া দুর্গে আঘাত ঘাসফুলের- তবে কি গেরুয়া সাংগঠনিক জোর তলানিতে?

আবারও গেরুয়া দুর্গে আঘাত ঘাসফুলের- তবে কি গেরুয়া সাংগঠনিক জোর তলানিতে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বাংলার রাজনৈতিক দলগুলির কাছে  2021 এর বিধানসভা নির্বাচন হতে যে আর বেশি সময় নেই তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই বাংলার প্রতিটি রাজনৈতিক দল নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার কাজে হাত দিয়েছে বলে জানা যাচ্ছে। একদিকে যেমন রাজ্যের বিরোধী শিবির বিজেপি নিজেদের সংগঠনের ভিত শক্ত করতে বিভিন্ন দলগত পরিবর্তন এনেছে, ঠিক সেরকমভাবেই শাসকদলেও চলছে বিভিন্ন দলগত পরিবর্তন। কিন্তু তার মধ্যেই একে অপরের দুর্গে ভাঙন ধরানোর খামতি নেই। ঠিক সেভাবেই এবার উত্তর 24 পরগনা জেলার গেরুয়া দুর্গে ভাঙ্গন ধরাল ঘাসফুল শিবির বলে জানা গেছে।

সূত্রের খবর, সদ্যই উত্তর 24 পরগনার বিজেপি শিবিরে এক বিশাল ভাঙ্গন ধরেছে। এই ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। জানা গেছে, রবিবার উত্তর চব্বিশ পরগণার গোবরডাঙ্গা, চাঁদপাড়া এবং কালপুর এলাকা থেকে প্রায় 350 জন বিজেপির সক্রিয় কর্মী এসে যোগ দান করেন শাসকদলে অর্থাৎ তৃণমূল শিবিরে। এই ঘটনায় খুব স্বাভাবিক ভাবেই শাসকদলের উচ্ছ্বাস চোখে পড়েছে। সূত্রের খবর, রবিবার গোবরডাঙায় দলীয় কর্মসূচিতে এসে দলবদলকারীদের হাতে সবুজে রাঙানো দলীয় পতাকা তুলে দেন মাননীয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়া জানা যায়নি গেরুয়া শিবিরের। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে যদি এভাবে গেরুয়া শিবিরে একের পর এক ভাঙন ধরাতে শুরু করে ঘাসফুল শিবির, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে বাংলার বুকে বিজেপির সংগঠন অচিরেই ধসে পড়বে। তাই সবার আগে গেরুয়া শিবিরের প্রয়োজন, নিজেদের সংগঠনকে আরো মজবুত করে গড়ে তোলা। আপাতত 2021 এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই আরও এ ধরনের দলবদল এর সাক্ষী হতে হবে বাংলার জনগণকে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!