এখন পড়ছেন
হোম > জাতীয় > মাদ্রাসায় কট্টরপন্থী তৈরী হয়? এবার মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়ে বিতর্ক বাড়ালেন বিজেপি সাংসদ

মাদ্রাসায় কট্টরপন্থী তৈরী হয়? এবার মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়ে বিতর্ক বাড়ালেন বিজেপি সাংসদ


করোনা সংক্রমণের জন্য সম্প্রতি তবলীগ জামাতদের দায়ী করে রাজনৈতিক মহলে সমালোচনার সম্মুখীন হন মুজফরপুরের বিজেপি সাংসদ অজয় নিশাদ। সূত্রের খবর অনুযায়ী জানা যায় এদিন তিনি সরাসরি তবলীগ জামাতদের জঙ্গি বলে আক্রমণ করেন। এরপর ফের মাদ্রাসা বন্ধ করার দাবি জানিয়ে শিরোনামে উঠে এলেন এই হেভিওয়েট বিজেপি সাংসদ। সূত্রের মারফত জানা যায় এদিন তিনি বলেন মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়ে ওয়ান নেশন ওয়ান এডুকেশন পদ্ধতি চালু করা উচিত।

এমন মন্তব্যের কারণে মুজফরপুরের আদালতে অজয় নিশাদের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয় এমনটাই জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী নিজের মন্তব্য নিয়ে কোনো অনুতাপ প্রকাশ করেন নি অজয় নিশাদ। উপরন্তু তিনি এদিন জানান ভোট এবং মামলা কোনোটারই ভয় তিনি করেন না। এদিন তিনি আরোও বলেন, মাদ্রাসায় নিষ্পাপ শিশুদের কেবল নিজেদের ধর্মের পাঠ পড়ানো হয়। এমনকি অন্য ধর্মের মানুষের থেকে দূরে সরে থাকারও শিক্ষা দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে তাঁর মতে, ফলত মাদ্রাসায় পড়া শিশুরা পরবর্তী ক্ষেত্রে জঙ্গি এবং কট্টরপন্থী তৈরি হয়। সূত্রের খবর অনুযায়ী জানা যায় এদিন তিনি মাদ্রাসাগুলোকে সরাসরি আক্রমণ করে বলেন, মাদ্রাসায় পড়া শিশুরা কোনোভাবেই দেশের উন্নতির কাজে লাগতে পারে না। কারণ মাদ্রাসায় কেবলমাত্র ইসলামিক পাঠ পড়ানো হয় ফলে তাদের অন্য ধর্মের বিষয়ে কোনরকম ধারণা তৈরি হয় না। যে কারণে দেশের কোনরকম উন্নয়ন মূলক কাজে তারা সক্রিয় হতে পারে না।

মাদ্রাসা গুলিকে কটাক্ষ করে এদিন অজয় নিশাদ মাদ্রাসা গুলি অবিলম্বে বন্ধ করার প্রস্তাব জানিয়েছেন বলে সূত্রের খবর। আর স্বাভাবিকভাবেই বিজেপির এই প্রভাবশালী নেতার বক্তব্যে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমনিতেই বিজেপি মানেই হিন্দুত্ববাদী দল, সংখ্যালঘু বিরোধী বা ভারতের সর্বধর্ম সমন্বয়ের পরিপন্থী বলে বিরোধীরা অভিযোগ করে থাকেন। আর এবার এই বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্যে – বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সুর যে আরও চড়বে সেই ব্যাপারে কার্যত একমত রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!