এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলীয় সভাপতিকে সাসপেন্ড, আরও কড়া তৃণমূল! জেনে নিন!

দলীয় সভাপতিকে সাসপেন্ড, আরও কড়া তৃণমূল! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি হলদিয়ার ব্যাটারি কারখানায় শ্রমিকদের ঢুকতে দেওয়া নিয়ে ব্যাপক অশান্তি সৃষ্টি হয়। যেখানে অভিযোগের আঙুল ওঠে তমলুক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তাপস মাইতি সহ আরও তিন নেতার বিরুদ্ধে। আর তারপরেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দলগতভাবে যে তৃণমূল এই ঘটনাকে বরদাস্ত করে না, এবার তার প্রমাণ মিলল হাতেনাতে। যেখানে তৃণমূলের পক্ষ থেকে বৈঠক করে রীতিমতো জেলা সভাপতি তাপস মাইতি এবং পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার কথা জানিয়ে দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ হলদিয়া ভবনে তৃণমূলের পক্ষ থেকে বেশ কিছুক্ষন বৈঠক করা হয়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেতা মলয় ঘটক। যেখানে তাপস মাইতি এবং সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করা হলো বলে জানিয়ে দেন তিনি। একাংশ বলছেন, নিজেদের স্বচ্ছতা বজায় রাখতেই তৃণমূলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হল। কেননা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করার পর যদি তৃণমূল এই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠত। তাই তড়িঘড়ি বৈঠক করে দুই শ্রমিক নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল শাসকদল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে, সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!