এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সারদাকাণ্ডে বড়োসড়ো স্বস্তি মিলল এনার , তবে বাড়ি ফেরা নিয়ে রয়েছে প্রশ্ন

সারদাকাণ্ডে বড়োসড়ো স্বস্তি মিলল এনার , তবে বাড়ি ফেরা নিয়ে রয়েছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ সারোদা মামলায় বড়োসড়ো স্বস্তি পেলেন দেবযানী মুখোপাধ্যায়। সারদা গোষ্ঠীর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন তিনি। গত ২০১৩ সালের ২২ সে এপ্রিল সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে তাঁকেও কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর থেকে জেলেই আছেন তিনি। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা দায়ের করা হয়। অবশেষে আজ পশ্চিমবঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা সবকটি মামলায় জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, সারদাকাণ্ডে আরসি সিক্সের একটি মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের জন্য তিনি আবেদন জানিয়েছিলেন। এই মামলার অন্যান্য অভিযুক্তরা ইতিমধ্যে জামিন পেলেও এতদিন জামিন পাননি তিনি। অবশেষে আজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চে মামলার জামিন পেয়েছেন তিনি। তবে এখনই তিনি বাড়ি ফিরতে পারবেন কিনা? তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কারণ, রাজ্যের সমস্ত মামলা থেকে তিনি জামিন পেয়েছেন। কিন্তু রাজ্যের বাইরেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অসমে যেমন তার বিরুদ্ধে ইডির মামলা রয়েছে, তেমনি ওড়িশাতেও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। তাই এখনই তিনি এবার জেল থেকে বাড়ি ফিরতে পারবেন কিনা? তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সারদা সংস্থার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন দেবযানী মুখোপাধ্যায়। সারদার কর্ণধার সুদীপ্ত সেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। জানা যায়, কোম্পানির টাকা-পয়সার লেনদেনের বিষয়ে দেখাশোনা করতেন তিনি। হিসাব বহির্ভূত টাকা নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। জীবনযাপন ছিল আয়ের সঙ্গে সঙ্গতিহীন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!