এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যবাসীকে ভালো পরিষেবা দেবার স্বার্থে করোনা আবহে দ্রুত ভোটের দাবি বিজেপির রাজ্য সভাপতির

রাজ্যবাসীকে ভালো পরিষেবা দেবার স্বার্থে করোনা আবহে দ্রুত ভোটের দাবি বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের অধিকাংশ পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কলকাতা সহ রাজ্যের ১০০ টিরও বেশী পুরসভার মেয়াদ এক বছর বা দু বছর আগেই উত্তীর্ণ। করোনা সংক্রমণ সহ একাধিক কারণ দেখিয়ে রাজ্য সরকার পুরভোটের আয়োজন করেনি। পরিবর্তে বিদায়ী মেয়র বা বিদায়ী চেয়ারম্যানকে প্রশাসক পদে বসিয়ে তাঁর অধীনে পুরবোর্ড গঠন করা হয়েছে। যারা দ্বারা চলছে পুরসভার কাজ। এই পরিস্থিতিতে রাজ্যে দ্রুত পুরভোটের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ বহরমপুরে প্রাতঃভ্রমণের সময় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি জানালেন যে, রাজ্যের বেশিরভাগ পুরসভা ও কর্পোরেশনে ১ বছর বা ২ বছর ধরে কোন নির্বাচিত জনপ্রতিনিধি বা চেয়ারম্যান নেই। আত্মবিশ্বাসের অভাবে ভুগছে সরকার। পুরভোট হলে তাঁরা পরাজিত হতে পারেন। নির্বাচনে তৃণমূল প্রার্থীদের জেতার সম্ভাবনা কম আছে বলেই, তৃণমূল সরকার বছরের পর বছর ধরে পুরভোট করাচ্ছে না।

পুরভোট না করিয়ে পুরপ্রশাসকদের দিয়ে পুরসভার কাজকর্ম প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূল সরকার পেছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করার চেষ্টা করছে। তাই বিভিন্ন পুরসভা, কর্পোরেশনে নিজেদের লোকদের বসিয়ে দিয়ে লুটপাট চালানো হচ্ছে। তাদের করে খাওয়ার সুযোগ করে দিচ্ছে তৃণমূল। তিনি অভিযোগ করেছেন, এর ফলে রাজ্যে গণতন্ত্র পদদলিত হচ্ছে। যা অত্যন্ত নিন্দার ঘটনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরও জানালেন, রাজ্যবাসীকে ভালো পরিষেবা দেবার উদ্দেশ্যেই দ্রুত পুরনির্বাচন হবার প্রয়োজন আছে। তিনি জানালেন, রাজ্যে প্রায় দু’বছর ধরে সাধারণ মানুষের অসুবিধার কথা শোনার কোনো লোক নেই। বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তৃণমূল সরকার মনে করছে যে, তারা যা খুশি তাই করতে পারে। মানুষকে জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পুরসভাতে দ্রুত নির্বাচনের প্রয়োজন আছে। অতিবৃষ্টিতে রাজ্যের বহু এলাকায় মানুষের দুর্ভোগ নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

অন্যদিকে, বহরমপুর, মুর্শিদাবাদে পুরভোটে বিজেপির ভালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, তাঁরা আশা করেছিলেন, এই দুই কেন্দ্রে তাঁদের প্রার্থীরা জয়লাভ করবেন। তাঁদের প্রত্যাশা পূরণ হয়েছে। তাই তাঁরা আশাবাদী, পুর নির্বাচনে বহরমপুর, মুর্শিদাবাদে বিজেপি বোর্ড গঠন করবে।

আবার পুরনির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানালেন যে, বিজেপির যুব কার্যকর্তারা ইতিমধ্যেই পুর নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে রাজ্যের একাধিক পুরসভা ও কর্পোরেশনে ভোট গ্রহণ করা হয়নি। করোনা সংক্রমণ সহ একাধিক কারণ দেখিয়ে স্থগিত রাখা হয়েছে পুরভোট। একাধিক বিরোধী দলের পক্ষ থেকে বারবার পুরভোটের আর্জি জানানো হয়েছে সরকারের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!