এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েত ভোট করতে ‘ব্যর্থ’ রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

পঞ্চায়েত ভোট করতে ‘ব্যর্থ’ রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি


রাজ্যের সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের লাগাম ছাড়া সন্ত্রাস এবং হিংসার ঘটনার কথা উল্লেখ করে সেখানে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জাতীয় নির্বাচনে কমিশনের স্মরণাপন্ন হতে চলেছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব জাতীয় নির্বাচন কমিশনকে পঞ্চায়েত নির্বাচনের সম্পর্কে যাবতীয় তথ্য, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর এবং আদালতের নির্দেশ জমা দেবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

শুধু তাই নয় রাজ্য নির্বাচন কমিশন যে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ভোট পরিচালনা করছে তা জাতীয় নির্বাচন কমিশনকে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করে বিস্তারিত বিবরণ দেওয়ার পরিকল্পনা তাদের। জানা গিয়েছে রাজ্য ও কেন্দ্র বিজেপির একটি মিলিত প্রতিনিধি দল দিল্লিতে জাতীয় নির্বাচনের দফতরে কিছুদিনের মধ্যেই পৌঁছে যাবে। এই প্রসঙ্গে রাজ্য বিজেপির এক নেতা বললেন, ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই পশ্চিমবঙ্গের ভোটের সন্ত্রাসের কথা উল্লেখ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্য সরকারের কাছে রিপোর্টও চেয়ে পাঠিয়েছে। মমতা বন্দোপাধ্যায়ের জন্য এর থেকে লজ্জার আর কী হতে পারে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!