এখন পড়ছেন
হোম > জাতীয় > কর্নাটকে নির্বাচিত বিধায়করা কে কেমন কোটিপতি জেনে নিন

কর্নাটকে নির্বাচিত বিধায়করা কে কেমন কোটিপতি জেনে নিন

কর্নাটকের নির্বাচন সমীক্ষা ও গণতন্ত্র সংগঠন এবং নির্বাচন সংক্রান্ত গবেষণা দলের রিপোর্ট তুলে ধরল কর্নাটকের বিধানসভা নির্বাচনের বিজিত বিধায়কদের আর্থিক খতিয়ান। জানা যাচ্ছে বেশীরভাগ বিধায়করাই ১০ কোটি টাকার বেশি সম্পত্তির মালিক। এই তালিকায় এগিয়ে কংগ্রেস বিধায়করা। এদের দলের ৯৯% বিধায়কই কোটপতি। প্রতি বিধায়কের সম্পত্তির গড়ই ৬০ কোটি টাকার বেশি। ১০ জন কোটিপতি বিধায়কের মধ্যে ৭ জনই কংগ্রেসের দলের। এই তালিকায় হোসাকোট কেন্দ্রের বিধায়ক এন নাগারাজু রয়েছেন একদম প্রথম নম্বরে। ১,০১৫ কোটি টাকা সম্পত্তির মালিক তিনি। একই প্রতিযোগীতায় পরের নম্বরে দৌড়াচ্ছেন কংগ্রেসের ডিকে শিব কুমার। তাঁর সম্পত্তির পরিমান ৮৪০ কোটি টাকা। হেব্বল কেন্দ্রের বিধায়ক সুরেশ বিএস রয়েছেন এর পরে। তিনি ৪১৬ কোটি টাকা সম্পত্তির মালিক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

হাতপার্টির পরেই সম্পত্তির মালিকত্বের রেসে পরের স্থান পদ্মশিবিরের। জানা গেছে বিজেপির ৯৮% বিধায়কই কোটি টাকার সম্পত্তির মালিকানা নিয়ে আছেন। তাঁদের গড় সম্পত্তির পরিমান ১৭ কোটি। রিপোর্টে এরপরে আসছে জেডি(এস) বিধায়কদের নাম। কোটি টাকা সম্পত্তির মালিক তাঁদের ৯৫% ই। তাবে জানা গেছে তাঁদের সম্পত্তির পরিমান বিজেপি বিধায়কদের থেকেও বেশি। রিপোর্ট আরো জানিয়েছেন নব নির্বাচিত ২২১ জন বিধায়কের ভিতর ২১৫ জনই অর্থাৎ ৯৭% ই কোটি টাকা সম্পত্তির মালিক। সমীক্ষায় উঠে এসেছে, গড়ে ৩৫ কোটি টাকা সম্পত্তির মালিকানা নিয়ে রয়েছেন প্রতিটি বিধায়ক। ২০১৩ সালের গত বিধানসভায় নির্বাচিত বিধায়কদের সম্পত্তির থেকে যা ১১ কোটি টাকা বেশি।

তবে শুধু সম্পত্তির মালিকানার প্রতিযোগীতায় বিধায়কদের ছুট থেমে থাকেনি। গবেষণায় উঠে এসেছে ২২১ জন বিধায়কদের ভিতর ৩৫% এর নামে চলছে একাধিক অপরাধমূলক মামলা। এই তালিকায় বিজেপি বিধায়করা রয়েছেন ৪১%,কংগ্রেস ও জেডিএসের ৩০% বিধায়ক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!