এখন পড়ছেন
হোম > রাজ্য > নারদ কাণ্ডে ইডি- কে সাহায্যের আশ্বাস রত্নার ,বিপাকে কি মেয়র ?

নারদ কাণ্ডে ইডি- কে সাহায্যের আশ্বাস রত্নার ,বিপাকে কি মেয়র ?


নারদ কান্ডের জেরে ইডির দফতরে বারবার হাজিরা দিতে হচ্ছে মেয়র শোভন চট্টোপাধ্যায় এর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। জানা গেছে নভেম্বর,২০১৭ তে প্রথমবার তিনি হাজিরা দিয়েছিলেন সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে। তখন যাবতীয় আর্থিকন লেনদেন সম্পর্কিত নথি পেশ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অফিসে। তারপরও দফায় দফায় ডাক পড়ে তাঁর। এরপর নথি যাচাইয়ের কাজের জন্য তাকে হাজিরা দিতে বলা হলে নানা বাহানা করে ব্যাপারটা এড়িয়ে যান তিনি। এমনটাই অভিযোগ উঠেছিলো তাঁর বিরুদ্ধে। অন্যদিকে এই একই কান্ড নিয়ে মেয়র শোভনবাবুকে জেরা করা হলে তিনি জানিয়েছিলেন পরিবারের আর্থিক লেনদেনের ব্যাপারটা সামলান তাঁর স্ত্রী। তারপরই জানা যায়,তিনি নাকি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। এমনটাই জানা যাচ্ছে রাজনৈতিক সূত্রের খবর থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা গেছে, সোমবার ইডি-র অফিসে গিয়ে তদন্তকারী অফিসারদের না পাওয়ায় এদিন আবার যান তিনি। অফিস থেকে সেরকমই নির্দেশ দেওয়া হয়েছিলো তাকে। এদিন নভেম্বরের তাঁর জমা দেওয়া নথি সম্পর্কিত ব্যাখ্যা দিতেই ডাকা হয়েছিলো মেয়র শোভনবাবুর স্ত্রীকে তৃতীয়বার। প্রায় ৬ ঘন্টা ধরে জেরা করা হয় তাকে। জবাবে তিনি জানিয়েছিলেন যে তিনি ব্যবসায়ী। এছাড়া তদন্তকারী অফিসারদের সবরকম তথ্য দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়ে এসেছেন তিনি। এই নিয়ে কি বিপদে পড়তে চলেছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়? এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!