এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > কর্মীর মৃত্যুতে প্রতিবাদে মুখর বিজেপি নেতৃত্ব, হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ

কর্মীর মৃত্যুতে প্রতিবাদে মুখর বিজেপি নেতৃত্ব, হাসপাতাল চত্বরে তুমুল বিক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জনৈক বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে গতকাল সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখায় জেলার বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মী স্বরূপ শ গত শুক্রবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন। এরপর গতকাল সোমবার সকালে লাউদোহা থানার প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত অফিসের পেছনে পাওয়া গেল তাঁর মৃতদেহ। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁরা অভিযোগ করেছেন যে, বিজেপি করবার জন্যই খুন করা হয়েছে স্বরূপ শকে। তাঁরা অভিযোগ করেছেন যে, বারবার তাঁকে বিজেপি ছেড়ে দেবার জন্য তৃণমূল কর্মীরা চাপ দিচ্ছিল, কিন্তু সে তাতে রাজি না হওয়ায় এভাবে তাঁকে মরতে হলো।

প্রসঙ্গত, ২৯ বছর বয়স্ক স্বরূপ শ গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন। তিনি ছিলেন লাউদোহার পাড়ুলিয়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার সকালে দুর্গাপুর- ফরিদপুর ব্লকের প্রতাপগড় পঞ্চায়েত অফিসের পাশে তাঁর মৃতদেহ পাওয়া যায়। গতকাল সকালে স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত অফিসের পেছনে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। স্থানীয় মানুষের তৎক্ষণাৎ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ও তাঁর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বরূপ শ এর মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে হাসপাতাল চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী-সমর্থকেরা। আবার স্বরূপ শ এর মৃতদেহের ময়নাতদন্ত আসানসোল জেলা হাসপাতালে করা হবে বলে জানানো হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তাঁর ময়নাতদন্ত কেন দুর্গাপুর হাসপাতালে হবে না? এই প্রশ্ন তুলে মৃতদেহ আটকে দিলেন পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুই। তাঁর মৃতদেহ আটকে দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির একাধিক কর্মী ও সমর্থক। শেষপর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন করা হয়।

পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতির লক্ষণ ঘোড়ুই এ প্রসঙ্গে জানালেন যে, বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে শুরু করেছে, ততোই বাড়ছে শাসকদল তৃণমূলের সন্ত্রাস। যার শিকার হতে হচ্ছে বিজেপি কর্মীদের। ইতিপূর্বে সন্দীপ ঘোষকে হত্যা করা হয়েছিল। এবার হত্যা করা হলো স্বরূপ শকে। এই ঘটনায় অভিযুক্তরা যদি ধরা না পড়ে, তবে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। বিজেপি সমর্থকদের দফায় দফায় বিক্ষোভে উত্তাল হলো দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর।

তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা সুজিত মুখার্জি এ প্রসঙ্গে জানালেন যে , মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করে বাজার গরম করছে বিজেপি। তাঁর দাবি, সাধারণ মানুষ জেনে গেছে বিজেপি কেমন দল। তিনি দাবি করেছেন যে, মৃত স্বরূপ শ এর সঙ্গে কোন রাজনৈতিক দলেরই সম্পর্ক ছিল না। একটা পারিবারিক বিষয়কে রাজনীতির অঙ্গনে এনে বিজেপি ভোট সর্বস্ব রাজনীতি শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!