এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির ঘুম ওড়াতে চলতি সপ্তাহেই বড় কর্মসূচি তৃণমূলের, জেনে নিন

বিজেপির ঘুম ওড়াতে চলতি সপ্তাহেই বড় কর্মসূচি তৃণমূলের, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাস, আর তার মধ্যে একগুচ্ছ বিধি-নিষেধ। আর গোদের ওপর বিষফোঁড়া হিসেবে এই সংকটজনক পরিস্থিতিতে আকাশছোঁয়া হয়ে গিয়েছে পেট্রোল এবং ডিজেলের দাম। ইতিমধ্যেই তা সেঞ্চুরি হাঁকিয়ে নিয়েছে। আর তারপর থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, একের পর এক টুইট করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

স্বাভাবিকভাবেই ব্যাপক অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে 2024 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে দলকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য বিজেপির বিরোধিতার সুর চওড়া করার সিদ্ধান্ত গ্রহণ করল শাসক শিবির। জানা গিয়েছে, চলতি সপ্তাহেই পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সোমবার রাজ্য বিধানসভায় তৃণমূলের সমস্ত বিধায়কদের নিয়ে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, চলতি সপ্তাহেই রাজ্যের প্রতিটি জেলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখানো হবে।

মূলত, আগামী শনিবার এবং রবিবার রাজ্যের প্রতিটি জেলায় একটি প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে করোনা বিধিকে মান্যতা দিয়ে দলের সমস্ত বিধায়কদের সেই মিছিলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। পর্যবেক্ষকরা বলছেন, আর ঘরে বসে থাকা নয়, এবার তৃণমূল কংগ্রেস করোনা বিধিকে মান্যতা দিয়ে বিজেপির চাপ বাড়িয়ে দিতে বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে নামতে চলেছে। বাংলা দখলের পর এবার তৃণমূলের টার্গেট, দিল্লি দখল। আর সেই লক্ষ্য নিয়ে দলকে বিস্তার লাভ করার কাজ শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই নানা পরিকল্পনা করতে শুরু করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত তরুণ-তুর্কি নেতাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী দিনে বিজেপিকে ক্ষমতাচ্যুত করে কেন্দ্রীয় স্তরে নির্ণায়ক শক্তি হওয়াই বাংলার শাসক দলের কাছে প্রধান লক্ষ্য। তাই এখন থেকে বিন্দুমাত্র সময় নষ্ট না করে বিভিন্ন জনবিরোধী ইস্যুতে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরী করতে চাইছে শাসক শিবির। আর সেই কারণেই পরিষদীয় বৈঠকে দলের সমস্ত বিধায়কদের আগামী শনি এবং রবিবার পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলায় জেলায় মিছিল করার ব্যাপারে নির্দেশ দিল শাসক দল। সব মিলিয়ে চলতি সপ্তাহের শেষে জেলায় জেলায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে বিজেপির চাপ কতটা বৃদ্ধি পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!