এখন পড়ছেন
হোম > অন্যান্য > সুশান্ত সিং রাজপুত মামলায় গণমাধ্যমের জন্য আনা হল নতুন নিয়ম! কিন্তু কেন?

সুশান্ত সিং রাজপুত মামলায় গণমাধ্যমের জন্য আনা হল নতুন নিয়ম! কিন্তু কেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে দেখা গিয়েছিল বারবার। সেখানে তাঁর মৃত্যুর পর নানা ঘটনাকে বাড়িয়ে গণমাধ্যমে প্রচার হয়েছে বলেও মন্তব্য করতে দেখা গিয়েছিল কিছু মানুষকে। আর সেখানেই সুশান্ত সিং রাজপুত মামলায় যেকোনো প্রতিবেদন করার আছে, আরো বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল বলেই মনে করছে দিল্লি কোর্ট। সেইসঙ্গে এতে আদালতের কাজ করতে অসুবিধে হয় বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বস্তুত, সুশান্ত সিং রাজপুত মামলায় রিয়া চক্রবর্তীর গ্রেফতারির পরও তাঁর অনেক অনুরাগীকেও বলতে শোনা গিয়েছিল যে মিডিয়া তাঁকে অপরাধী বানিয়েছে। সেইসঙ্গে মহেশ ভাটের পরিবারের তরফেও গণমাধ্যমের সম্পর্কে শোনা গিয়েছিল একাধিক অভিযোগ। সেইসঙ্গে কোর্টে কিছু জনস্বার্থ মামলা দায়ের হয় বলেও জানা যায়। এদিন তারই শুনানিতে দিল্লি হাই কোর্ট নিজের নতুন নির্দেশে কার্যত গণমাধ্যমকে তার কাজের প্রতি বাড়তি দায়বদ্ধতা আনতে সচেষ্ট হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন কোর্ট জানায় যে মিডিয়ার তদন্ত নিয়ে শুধু তথ্যমূলক নথি দেওয়াই উচিত। কিন্তু সেই নথি দেওয়ার পরিবর্তে বিতর্ক শুরু করা উচিত নয়। কোর্টের কথায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যেভাবে টিভিতে বিষয়টি দেখানো হয়েছিল তা রায় দেওয়ার কাজে পরিপন্থী। তাই যতদিন না টিভি চ্যানেলগুলির জন্য কোনও কোড আসছে, ততদিন তাদের প্রেস কাউন্সিলের গাইডলাইন মানতে হবে বলেই জানিয়েছে আদালত।

সেইসঙ্গে সংবাদপত্রের মত গণমাধ্যমের জন্যও এটা প্রযোজ্য বলেও জানান হয়েছে। সেক্ষেত্রে সংবেদনশীল তথ্য ফাঁস করা, সাক্ষীদের সঙ্গে সাক্ষাৎকার, ক্রাইম সিনের পুনর্নির্মাণ করা এগুলি কোনোভাবেই করা যাবে না বলেই জানান হয়েছে। সেইসঙ্গে যেকোনো রিপোর্ট পেশ করার আগে গণমাধ্যমকে আরো বেশি সংযত হওয়ারই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে তদন্তকারী সংস্থাগুলি তথ্যের গোপনীয়তা রক্ষার সুযোগ পাবে বলেও জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!