এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > রাজনীতি থেকে বিদায়ের বার্তা দিলেও দলবদলের ইঙ্গিত, বাবুলকে নিয়ে জল্পনা তুঙ্গে!

রাজনীতি থেকে বিদায়ের বার্তা দিলেও দলবদলের ইঙ্গিত, বাবুলকে নিয়ে জল্পনা তুঙ্গে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  শনিবার হঠাৎ করেই ফেসবুকে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথা জানিয়ে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ হওয়ার পরেই তাকে নিয়ে জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছিল। আর তারপরেই  ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে তিনি পরিষ্কার করে দেন, তিনি এবার রাজনীতি থেকে সরে যেতে চাইছেন। পাশাপাশি বাবুল সুপ্রিয়র মত হেভিওয়েট রাজনীতি থেকে সরে যাওয়ার কথা বলার পরেই তিনি যে অন্য কোনো দলে যোগ দেবেন, এই প্রশ্ন উঠতে শুরু করবে, তা তিনি ভালো মতই জানেন। তাই সেই ফেসবুক পোস্টের মধ্যে দিয়ে তিনি অন্য কোনো দলে যে যোগ দিচ্ছেন না, সেই কথাও তুলে ধরেন আসানসোলের সাংসদ।

তবে এই ফেসবুক পোস্ট করার কিছুসময়ের মধ্যেই সেই অন্য কোনো দলে যোগ না দেওয়ার বিষয়টি তার সেই ফেসবুক থেকে কার্যত উধাও হয়ে যেতে দেখা যায়। যার পরে জল্পনা ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করে। তাহলে কি বাবুল সুপ্রিয় অন্য কোনো দলে যোগদান করার চিন্তাভাবনা করছেন? তাই প্রথমে বিতর্ককে দমন করার জন্য তিনি অন্য কোথাও যাচ্ছেন না বলে সেই ফেসবুক পোস্টে তুলে ধরলেও, পরবর্তীতে সেই বাক্য সেখান থেকে তুলে দিয়ে সুকৌশলে অন্য কোন শিবিরে যোগদান করার বার্তা দিতে চাইলেন বাবুল সুপ্রিয়! গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নানা মহলে চর্চা শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার একটি ফেসবুক পোস্ট করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। যেখানে “চললাম” বলে জানিয়ে দেন তিনি। আর এরপরেই তাকে নিয়ে গুঞ্জন তৈরি হয়। কেন্দ্রীয় মন্ত্রী থেকে বাদ হওয়ার পরেই কি তিনি তাহলে বিজেপি নেতৃত্বের ওপর গোঁসা করে  দলত্যাগ করছেন? তাহলে কি তিনি অন্য কোনো দলে যোগ দিতে চলেছেন? তবে বিতর্ক শুরু হওয়ার আগেই নিজের ফেসবুক পোস্টে সেই সমস্ত কথা তুলে ধরেন বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লেখেন, “আমি অন্য কোনো দলে যোগ দিচ্ছি না। আমি কোথাও যাচ্ছি না। আমি বরাবর একদলে বিশ্বাসী।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তার এই ফেসবুক পোস্ট থেকে অন্য কোনো দলে যোগ দেওয়ার বিষয়টি কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যেতে দেখা যায়। আর তারপরেই তিনি বিজেপি ত্যাগ করে অন্য কোনো শিবিরে নাম লেখাতে পারেন বলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। অনেকে বলছেন, বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থেকে বাদ হওয়ার পরেই তাঁর প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রথমে তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না বলে নিজের ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় তুলে ধরলেও, পরবর্তীতে তার সুকৌশলে সেখান থেকে তুলে নেওয়ার যে বিষয়টি দেখা গেল, তাতে একটা জিনিস পরিষ্কার যে, তার অন্য কোনো শিবিরে যোগদান হলেও হতে পারে।

অনেকে বলছেন, বাবুল সুপ্রিয় এক্ষেত্রে কৌশলী পদ্ধতি অবলম্বন করছেন। তিনি বিজেপি ত্যাগ করার কথা বলে রাজনীতি ত্যাগ করার কথা তুলে ধরেছেন। অর্থাৎ তাকে নিয়ে যাতে বিতর্ক না হয়, তার জন্যই নিজের ফেসবুক পোস্টে তিনি অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না বলে বোঝানোর চেষ্টা করেছেন আসানসোলের সাংসদ। কিন্তু মুহূর্তের মধ্যেই অন্য কোনো দলে যোগ না দেওয়ার বিষয়টি যেভাবে সংশোধন করতে দেখা গেল, তাতে ভবিষ্যতে তার দলবদলের বিষয়টি আরও মাথাচাড়া দিয়ে উঠল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!