বিজেপির বাংলায় ক্ষমতায় আসা স্রেফ সময়ের অপেক্ষা: মুকুল রায় বিশেষ খবর রাজ্য November 26, 2017 তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই কথাটা বারবার বলে এসেছেন, আজ আরো একবার স্পষ্ট ভাষায় বিজেপি নেতা মুকুল রায় জানিয়ে দিলেন বাংলায় বিজেপির ক্ষমতা আসাটা এখন স্রেফ সময়ের অপেক্ষা। আজ সকালে উত্তর ২৪ পরগনার নৈহাটির পুলিয়াগড়ে বিজেপির একটি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য পেশের সময় দ্বর্থ্যহীন ভাষায় একথা জানান তিনি। বর্তমান শাসকদলের সঙ্গে লড়ে বঙ্গবিজয় যে ‘কেক-ওয়াক’ হবে না তাও অবশ্য বকলমে মেনে নিলেন এই নেতা। আর তার জন্য দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, এদিনের অনুষ্ঠানে ভিড় হয়েছিল চোখে পড়ার মত। এলাকার নতুন-পুরনো অনেক বিজেপি কর্মী সমর্থক তো বটেই বিজেপির দাবী ভিড় জমিয়েছিলেন বহু বিক্ষুব্ধ তৃণমূল কর্মীও। আপনার মতামত জানান -