মনোজ উপাধ্যায় খুনে নতুন মোড় বিশেষ খবর রাজ্য November 26, 2017 মনোজ উপাধ্যায়ের দাদা সুনীল উপাধ্যায়ের অভিযোগে ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান খুনের মামলায় নাম উঠে এল ৭ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রাজু সাউয়ের। তিনি অভিযোগ করেন, সম্প্রতি ভদ্রেশ্বরের গেটবাজার জিটি রোড থেকে ভিক্টোরিয়া জুট মিল পর্যন্ত সোজা রাস্তা করতে উদ্যোগী হয়েছিলেন তাঁর ভাই তথা পুরসভার চেয়ারম্যান মনোজ বাবু। এই রাস্তা তৈরি করাকে কেন্দ্র করেই ওই ওয়ার্ডের কাউন্সিলর রাজু সাউয়ের সঙ্গে বিবাদের সূত্রপাত। সুনীলবাবুর আরো অভিযোগ, এই কাজে বারবার তাঁর ভাইকে বাধা দেওয়া হয়েছে। যদিও কাজ থেকে বিরত থাকতে নানা ধরনের প্রলোভনেও মন গলেনি চেয়ারম্যানের। শেষ পর্যন্ত যখন খাটাল উচ্ছেদ আটকানোর সমস্ত চেষ্টা বিফল হয়, তখন ভাড়াটে খুনির সাহায্য নিয়ে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে অভিযোগ সুনীলবাবুর। একই সঙ্গে তিনি পরিষ্কার জানিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবী মত তাঁর ভাইয়ের সঙ্গে আরএসএসের কোনও যোগ ছিল না। এই তথ্য সম্পূর্ণই মিথ্যে বলে দাবি করেন তিনি। আপনার মতামত জানান -