এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি না ছাড়লে একেবারে দেশছাড়া করে দেওয়ার হুমকি বিজেপি কর্মীকে, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপি না ছাড়লে একেবারে দেশছাড়া করে দেওয়ার হুমকি বিজেপি কর্মীকে, অভিযোগের তির তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি না ছাড়লে একেবারে দেশছাড়া করে দেওয়া হবে বলে হুমকি দিয়ে চিঠি পাঠানো হলো বিজেপি কর্মী সৌমেন নায়েককে। হিঙ্গলগঞ্জ বিজেপির মন্ডল সভাপতি তিনি। বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই বারবার নানা অত্যাচারের মুখে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রাণ বাঁচাতে তিনি ঘরছাড়া হয়েছিলেন। সদ্য তিনি ঘরে ফিরে এসেছেন। কিন্তু ঘরে ফেরার পরই আবার তাঁকে হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে বলে, অভিযোগ করেছেন তিনি।

বিজেপি কর্মী সৌমেন নায়েক জানিয়েছেন যে, নির্বাচনের ফলাফলের পর থেকেই তিনি প্রাণ বাঁচাতে ঘরছাড়া। সদ্য তিনি বাড়ি ফিরেছেন। আর বাড়ি ফেরার পরই তাঁকে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেছেন, ইতিপূর্বেও বারবার তাঁকে আক্রমণ করা হয়েছে। তাঁর ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ করেছেন তিনি। দলকেও তিনি জানিয়েছেন বিষয়টি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আতঙ্কিত হয়ে তিনি জানিয়েছেন যে, তাঁর পরিবারে ছোট মেয়ে রয়েছে। এই ধরনের হুমকি দেওয়া চিঠি পেয়ে তিনি আশংকাগ্রস্থ। পুলিশের কাছেও তিনি অভিযোগ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, বিজেপি কর্মী সৌমেন নায়েকের সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অভিযোগ, এই সমস্ত কথা মিথ্যে ও সাজানো। তবে, বিজেপি কর্মী সৌমেন নায়েক যে চিঠি পেয়েছেন তাতে লেখা রয়েছে যে, তাঁর খুব বার বেড়েছে। কেস করা হলে কেস পেছনে ঢুকিয়ে দেওয়া হবে। পুলিশ কি করবে? পুলিশকে তারা যা বলবেন, পুলিশ সেটাই করবে। ১৮ সালে তাঁকে যেমন ঘরছাড়া করা হয়েছিল, আবার তা করা হবে। তাকে ২,৩ দিন সময় দেওয়া হলো। এখানে থাকতে হলে বিজেপি ছাড়তে হবে। না হলে তাঁকে নিয়ে ফুটবল খেলা হবে।

প্রসঙ্গত, তৃণমূলের পক্ষ থেকে বারবার অস্বীকার করা হলেও, বিজেপির অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাদের কর্মীদের মারধর, হেনস্থা, বাড়িঘর, দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে। মহিলাদেরও রেহাই মিলছে না অত্যাচারের হাত থেকে। অনেকেই প্রাণ বাঁচাতে ঘরছাড়া। এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে রিপোর্ট পেশ করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে।

যেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকে দিয়ে তদন্ত করার আর্জি জানানো হয়েছে। রিপোর্টে অভিযোগ করা হয়েছে, রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, মানবাধিকার কমিশনের রিপোর্ট দেখে অত্যন্ত কষ্ট হচ্ছে মাননীয়ার। মানবাধিকার কমিশন সমস্ত কিছু জানতে পেরে গেছে। তৃণমূলের অপকর্ম এখন জানতে পারছে গোটা দেশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!