এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের বিরুদ্ধেই এবার স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যাপক জনসমাগমের অভিযোগ, অস্বস্তিতে শাসকদল

তৃণমূলের বিরুদ্ধেই এবার স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যাপক জনসমাগমের অভিযোগ, অস্বস্তিতে শাসকদল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমণ কমে এলেও রাজ্যে এখনও পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। আগামী ৩০ সে জুলাই পর্যন্ত রাজ্যে সমস্ত ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। মানুষের কাছে তিনি জানিয়েছেন, সংক্রমণ কমে এসেছে, কিন্তু যেকোনো সময় তা বাড়তে পারে।

স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ আবার বাড়তে পারে। সুতরাং সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে। নিজেদেরকে, নিজেদের পরিবারের সকলকে, বন্ধুবান্ধবকে নিরাপদে রাখতে হবে। সেজন্য সকলকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব বিধি মানতে হবে। না হলে আবার সংক্রমণ বাড়তে পারে। আবার জীবন সংশয় হতে পারে। তাই সকলকে নিয়ম মেনে চলতে হবে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন তিনি।

কিন্তু এবার স্বাস্থ্যবিধি ভঙ্গ করে ব্যাপক জমায়েতের অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। যে ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি শিবির। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে জয়লাভের পর পূর্ব মেদিনীপুরের পটাশপুরে তৃণমূলের একটি নতুন শিবির গঠন করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এখানে যোগদান করতে গেলে ১৮ থেকে ৩০ বছর বয়স্ক হতে হবে। অর্থাৎ যুবকদের নিয়ে শিবিরের কাজ চলবে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সবরকম সহযোগিতা করা, পঞ্চায়েতের পরিষেবাকে আরো সুষ্ঠুভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া
এর উদেশ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি, এই শিবির তৈরি করে সেখানে বহু মানুষকে যোগদান করানো হয়। তৃণমূল বিধায়ক উত্তম বারিক জানালেন, ইতিমধ্যেই ২০০০ যুবক এখানে যোগদান করেছেন। কয়েকদিনের মধ্যেই এই সংখ্যা ১০ হাজার অতিক্রম করে যাবে। তবে অভিযোগ উঠেছে, এই শিবিরের যোগদান কর্মসূচিতে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে অমান্য করা হয়েছে। অভিযোগ উঠেছে, ব্যাপকভাবে জনসমাগম করা হয়েছে। সমস্ত রকম বিধি নিষেধ উপেক্ষা করে ঠাসা জমায়েত করে। সামাজিক দূরত্ব বৃদ্ধি অমান্য করে, হইহই করে কর্মসূচি পালন করা হয়েছে।

এ বিষয় নিয়ে যথেষ্ট সরব হয়েছে বিজেপি। এক বিজেপি নেতা জানালেন, শুধুমাত্র বিরোধীদের জন্যই আইন করা হয়। ভুয়ো ভ্যাকসিন নিয়ে প্রতিবাদ করতে গেলে পুলিশ ধরে নিয়ে লকআপে তুলে দিচ্ছে। কিন্তু, তৃণমূল জমায়েত করলে করলে কোন কিছুই বলা হয় না। এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন। প্রসঙ্গত, সরকারের পক্ষ থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে চলার আর্জি জানানো হলেও, যেভাবে স্বাস্থ্যবিধি অমান্য করে অনুষ্ঠান করা হল তৃণমূলের, তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!