এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূল নেতারা গ্রেফতার হলেও মুকুল-শুভেন্দুর ছাড় কেন! নারদকান্ডে বড় অস্বস্তি মুখে সিবিআই!

তৃণমূল নেতারা গ্রেফতার হলেও মুকুল-শুভেন্দুর ছাড় কেন! নারদকান্ডে বড় অস্বস্তি মুখে সিবিআই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   গত 17 তারিখে নারদ কান্ডে গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়। এছাড়াও সিবিআইয়ের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে। আর তৃণমূলের নেতা-মন্ত্রীরা গ্রেফতার হতে না হতেই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠতে শুরু করে। শাসক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, নারদ কান্ডের ভিডিওতে দেখা গিয়েছিল, বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়কে। সেক্ষেত্রে কেন তাদের গ্রেফতার করল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

তাহলে কি তারা বিজেপিতে নাম লিখিয়েছিলেন বলে তাদের সমস্ত দোষ মাফ হয়ে গেল! শাসকদলের এই প্রশ্নের মুখে পড়ে যথেষ্ট অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি। আর এবার এই একই প্রশ্ন উঠতে দেখা গেল কলকাতা হাইকোর্টে। এদিন নারদ কান্ডের শুনানিতে এই প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। সিবিআইয়ের উদ্দেশ্যে এই প্রশ্ন করে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং গেরুয়া শিবিরকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিল কলকাতা হাইকোর্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, বহু নাটকীয় টানাপোড়েনের পর আজ কলকাতা হাইকোর্টে নারদ মামলার শুনানি পর্ব অনুষ্ঠিত হয়। আর সেই শুনানিতে জোর সওয়াল পর্ব চলে। শেষে এই ব্যাপারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্য একটি প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপি নেতা মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ তোলেন বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহেতা। যার উদ্দেশ্যে প্রশ্ন করে বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি নেতার শুভেন্দু অধিকারী ও মুকুল রায়কে কেন এই মামলার অন্তর্ভুক্ত করা হল না? তারা বিজেপি করেন বলেই কি তাদের এই মামলায় রাখা হল না?”

অর্থাৎ এতদিন শাসক দলের পক্ষ থেকে যে প্রশ্ন করা হয়েছিল, এদিন হাইকোর্টের মামলার শুনানিতে বিচারপতিও সেই একই প্রশ্ন করায় যথেষ্ট শোরগোল পরিস্থিতি তৈরি হল, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি এই গোটা ঘটনায় গেরুয়া শিবির যে ব্যাপক বিড়ম্বনার মুখে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এতদিন তৃণমূলের পক্ষ থেকে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসার আচরণ করছে বলে অভিযোগ হত। আর এদিন তৃণমূলের সেই অভিযোগকেই কার্যত সীলমোহর দিয়ে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে নিয়ে বড় প্রশ্ন ছুড়ে দিলেন হাইকোর্টের বিচারপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, “সিবিআই খাঁচাবন্দি তোতাপাখি” এই অভিযোগ বিরোধীদের দীর্ঘদিনের‌। বারবার বিরোধী শক্তিকে দমন করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার সিবিআইকে হাতিয়ার করে বলে অভিযোগ উঠেছে। আর তৃতীয় বার যখন রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস, তারপরেই রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিধায়ককে নারদ কান্ডে গ্রেপ্তার করে নেওয়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছিল। যেখানে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আইন যখন সকলের জন্য সমান হবে, তাহলে কেন সেই নারদকান্ডে ভিডিও ফুটেজে দেখা যাওয়া মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা?

বারবার আদালতেও সেই কথা তুলে ধরেছেন তৃণমূলের আইনজীবী। আর এই পরিস্থিতিতে এবার নারদকান্ডের শুনানি পর্বে সেই বিষয়টিকে প্রশ্ন আকারে সিবিআইয়ের উদ্দেশ্যে ছুড়ে দিতে দেখা গেল হাইকোর্টের বিচারপতিকে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে পরবর্তী শুনানির দিনে কি বিবৃতি দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!