এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার রাজ্যসভাতেও জয়জয়কার কেন্দ্রীয় শিবিরের, বিরোধীরা কি চাপে?

এবার রাজ্যসভাতেও জয়জয়কার কেন্দ্রীয় শিবিরের, বিরোধীরা কি চাপে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট গত শুক্রবার অর্থাৎ উনিশে জুন দেশের সবকটি রাজ্যসভা আসনে নির্বাচন হয়েছে বলে খবর। সূত্রের খবর, গত মার্চ মাসে দেশের বেশকিছু রাজ্যসভার আসনগুলোতে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের কারণে নির্বাচন স্থগিত হয়ে যানা।এরপর বেশ কিছু আসনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচন হয়ে যায়। তারপর নির্বাচন কমিশন উনিশে জুন বেশ কয়েকটি রাজ্যসভার আসনে নির্বাচন হওয়ার কথা ঘোষণা করেন এবং এই নির্বাচনে সম্পন্ন হওয়ার পর দেখা যাচ্ছে, সব দিক থেকে এগিয়ে রয়েছে রাষ্ট্রীয় জনতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএ।

রাজ্যসভা নির্বাচনে এবার দেশের মধ্যে সবথেকে বড় দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করল এনডিএ। সূত্রের খবর, রাজ্যসভায় এবার এনডিএর আসনসংখ্যা 100 অতিক্রম করে গেল। এতদিন পর্যন্ত রাজ্যসভায় বিজেপির আসন সংখ্যা ছিল 90, কিন্তু এবার সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 101। শোনা যাচ্ছে, রাজ্যসভায় শুধুমাত্র বিজেপির আসন সংখ্যা রয়েছে 86 টি। আর কংগ্রেসের রয়েছে মাত্র 41 টি। এছাড়াও এবার থেকে রাজ্যসভায় কোন বিল পাস করাতে গেলে আর কোন সমস্যা হবে না মোদি সরকারের বলেই মনে করা হচ্ছে।

কারণ আন্নামুদ্রকের নটি আসন, বিজু জনতা দলের নটি আসন এবং ওয়াইএসআর কংগ্রেসের 6 টি আসন যদি কেন্দ্রীয় রাজ্যসভার সদস্যদের সঙ্গে এক করা হয়, তাহলে আর কোনো বাধা থাকবে না কোনো প্রস্তাব পাশে। এর আগে নির্বাচন কমিশন রাজ্যসভার 100 টি আসনের মধ্যে দ্বিবার্ষিক নির্বাচন করার কথা ঘোষণা করেছিল। তার মধ্যে 55 টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল মার্চ মাসে। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। এর আগে বিজেপির 42 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় জয় পেয়েছেন।

এবং শুক্রবার যে রাজ্যসভার নির্বাচন হল 19 টি আসনের মধ্যে, সেখানে বিজেপি 8 টি আসন যেতে, কংগ্রেস এবং ওয়াইএসআর কংগ্রেস আরো চারটি আসন জিতে নেয় এবং অন্যান্য তিনটি দল তিনটি আসনে জয়লাভ করে বলে জানা গেছে। অন্যদিকে মধ্যপ্রদেশেও বিজেপি দুটি আসন অধিকার করে তিনটি রাজ্যসভা আসনের মধ্যে বলে খবর। কংগ্রেস অধিকার করে একটি আসন। এছাড়া অন্ধ্রপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে দেখা গেছে ওয়াইএসআর কংগ্রেস প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঝাড়খণ্ডের দিকে তাকালে দেখা যাবে, সেখানেই একটি আসন পেয়েছে বিজেপি অন্য একটি পেয়েছে জেএমএম। মিজোরামে এমএনএফ এবং মেঘালয়ের ন্যাশনাল পিপলস পার্টি জয় পেয়েছে বলে জানা গেছে। রাজস্থানে কংগ্রেস দুটি আসন পেয়েছে এবং বিজেপি একটি আসন পেয়েছে বলে খবর। রাজস্থানের যে রাজ্যসভা নির্বাচন হল, সেখানে দেখা গেছে কংগ্রেস দুটি আসনে জয়লাভ করেছে। এবং বিজেপি 1টি আসন পেয়েছে। কংগ্রেসের নেতা কেসি বেনুগোপাল রাও আর নীরজ ডাঙ্গি নির্বাচনে জিতেছেন বলে জানা গেছে।

অন্যদিকে বিজেপির রাজেন্দ্র গেহলট  রাজস্থানে একটি আসনই দখল করতে পেরেছে। মধ্যপ্রদেশের ক্ষেত্রে বিজেপির জয় নিয়ে এসেছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সদ্যই তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাই তাঁর জয় রাজ্যসভায় যে যথেষ্ট গুরুত্বপূরণ সেকথা স্পষ্ট। মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভার আসনে বিজেপি জয় পেয়েছে দুটিতে। অন্য একটি গেছে কংগ্রেসের হাতে। সেখানে জয় পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

অন্যদিকে রাজ্যসভা ভোট ঘিরে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন নাটকীয় ঘটনা সামনে আসছিল। রাজনৈতিক বিভিন্ন দলগুলি অভিযোগ তোলে বিধায়ক কেনা বেচার। তার সঙ্গে পাল্লা দিয়ে চলে বিভিন্ন বিধায়কের ইস্তফা দেওয়ার পালা। কিন্তু তার মধ্যেও যেভাবে বিজেপি সমগ্র দেশের মধ্যে রাজ্যসভার সব থেকে বেশি আসন লাভ করলো তা যথেষ্ঠ চিন্তায় ফেলবে বিরোধী শক্তিকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যসভার নির্বাচন জিতে বর্তমানে রাষ্ট্রীয় জনতান্ত্রিক জোট অর্থাৎ এনডিএর আত্মবিশ্বাস যে তুঙ্গে থাকবে সে কথা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!