একনজরে বালুরঘাটে লড়তে চলা সম্পূর্ণ প্রার্থী তালিকা ও তাঁদের নির্বাচনী প্রতীক উত্তরবঙ্গ ভোটের সমীক্ষা রাজ্য April 23, 2019 প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – পুরোদমে বেজে গেছে দেশের পরবর্তী কেন্দ্র সরকার গঠনের লক্ষ্যে সপ্তদশ লোকসভা নির্বাচনের দামামা। দেশের অন্যান্য অংশের সাথে বাংলার ৪২ আসনের নির্বাচনও অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১১ ই এপ্রিল থেকে ১৯ শে মে পর্যন্ত মোট ৭ দফায়। সেই নির্বাচনে ভোটদানের আগে একনজরে জেনে নিন নিজের সংশ্লিষ্ট কেন্দ্রে কারা করা প্রতিদ্বন্দ্বিতা করছেন ও তাঁদের নির্বাচনী প্রতীক কি কি? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আজ নজরে বালুরঘাট লোকসভা কেন্দ্র – একনজরে, মনোনয়নপত্র স্ক্রুটিনি ও প্রত্যাহারের পর এই কেন্দ্রের সম্পূর্ণ প্রার্থী তালিকা ও তাঁদের নির্বাচনী প্রতীক – স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলের প্রার্থী – ১. অর্পিতা ঘোষ – তৃণমূল কংগ্রেস (প্রতীক – ফুল ও ঘাস) ২. আব্দুস সাদেক সরকার – কংগ্রেস (প্রতীক – হাত) ৩. নলিন চন্দ্র মুর্মু – বহুজন সমাজ পার্টি (প্রতীক – হাতি) ৪. রনেন বর্মন – আরএসপি (প্রতীক – কোদাল ও বেলচা) ৫. ডঃ সুকান্ত মজুমদার – বিজেপি (প্রতীক – পদ্ম) স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দল ছাড়া অন্যান্য রেজিস্টার্ড রাজনৈতিক দলের প্রার্থী – ৬. নারান টুডু – ঝাড়খন্ড মুক্তি মোর্চা (প্রতীক – ফুটবল) ৭. নুবাস চন্দ্র বর্মন – কামতাপুর পিপলস পার্টি (প্রতীক – মাঝি এবং পাল সহ নৌকা) ৮. বীরেন মহন্ত – এসইউসিআই (প্রতীক – টর্চ) ৯. মানস চক্রবর্ত্তী – সিপিআইএমএল-রেডস্টার (প্রতীক – করাত) ১০. রঞ্জীত কুমার মহন্ত – শিব সেনা (প্রতীক – জ্যাভেলিন ছোঁড়া) ১১. রনেন্দ্রনাথ মালী – বহুজন মুক্তি পার্টি (প্রতীক – খাটিয়া) অন্যান্য প্রার্থী – ১২. বিভূতি টুডু – নির্দল (প্রতীক – কাপ ও ডিস) ১৩. মুসলিম খাতুন – নির্দল (প্রতীক – ফল ভর্তি ঝুড়ি) আপনার মতামত জানান -