এখন পড়ছেন
হোম > জাতীয় > সোশ্যাল মিডিয়ায় সাধারনের সব পোস্টের উপর নজরদারি চালাতে এবার বিশেষ ব্যবস্থা কেন্দ্রের

সোশ্যাল মিডিয়ায় সাধারনের সব পোস্টের উপর নজরদারি চালাতে এবার বিশেষ ব্যবস্থা কেন্দ্রের

কেন্দ্র এখন থেকে দেশের সব সোস্যাল মিডিয়া ব্যবহারকারীর ওপর নজর রাখছে চলছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিশেষ ধরনের নজরদারি টুল তৈরী করতে দরপত্র দিয়েছেে যার মাধ্যমে ফেসবুক, ই-মেল, টুইটার, হোয়াট্‌সঅ্যাপের মতো প্রতিটি সোস্যাল মিডিয়ায় দেশের কোথা থেকে  কে কী এবং কখন পোস্ট করছে বা শেয়ার করছে তা অতি সহজে এবং বিশদে জানা যাবে। জানা যাচ্ছে ৬৬ পাতার ওই দরপত্রে বহু বেসরকারি সংস্থাকে ওই ‘‌সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন হাব’‌ তৈরীর প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিরবিচ্ছিন্ন ভাবে সপ্তাহে সাত দিন প্রতিদিন ২৪ ঘণ্টাই কাজ করবে। 

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রস্তাবনা অনুয়ারী এই হাবের কোর অপারেটরদের মধ্যে ২০ জন সদস্য থাকবে দিল্লীর এবং, দেশের ৭১৬ জেলঈর প্রতিটি থেকেই একজন করে সদস্য থাকবে। এই অ্যানালিটিক্যাল টুল গুগ্‌ল সার্চ ইঞ্জিনের মতোই কাজ করবে এবং কেন্দ্রে তথ্য এবং সম্প্রচার মন্ত্রককে নিয়মিত বিস্তারিত রিপোর্ট সরবরাহ করবে। কেন্দ্রের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের মতে এই পদ্ধতির সফল প্রয়োগের ফলে দেশবাসীর মনে ইতিবাচক চিন্তা এবং জাতীয়তাবাদী মনোভাব সক্রিয় করা সম্ভব হবে এবং এর মাধ্যমে ভিত্তিহীন খবর রটনার পদ্ধতি আটকানো সম্ভব হবে। কেন্দ্রীয় সরকারের এই কর্ম পরিকল্পনাকে খুব একটা ভালো চোখে দেখছেনা বিরোধী শিবির। তাদের মতে এইভাবে বিজেপি সরকার মানুষের ব্যক্তিগত জীবনে পুরোপুরি ঢুকে পড়তে চাইছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রকের এক অফিসার বললেন, “যে সব তথ্য সোশ্যাল মিডিয়ায় সর্বসমক্ষে থাকবে, সেগুলির উপরই নজরদারি চলবে। ই-মেলের উপর নজরদারি চালানোর পরিকল্পনা আপাতত কেন্দ্রের নেই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!