এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ফের রাজ্য রাজ্যপাল সংঘাত, মিটেও মিটছেনা দ্বন্দ্ব, জেনে নিন

ফের রাজ্য রাজ্যপাল সংঘাত, মিটেও মিটছেনা দ্বন্দ্ব, জেনে নিন


ফের একবার রাজ্য রাজ্যপাল দ্বন্দ্ব সংবাদ শিরোনামে। তবে এবার রাজ্যপালের সাথে রাজ্যের দ্বন্দ্ব একটু অন্যরকম। কারণ, রাজ্যপাল এবার সরাসরি আক্রমণের পথ থেকে সরে এসে সতর্কীকরণ এর রাস্তা ধরেছেন। এর আগে বহুবার রাজ্যপালের সঙ্গে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রী পরিষদবর্গের বহুবার দ্বন্দ্ব লাগে। মাঝে অবশ্য মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ভাবগতিক দেখে এই দ্বন্দ্ব মিটে যাবার কথাই আলোচনা চলছিল রাজনৈতিক মহলে। যখন রাজনৈতিক মহলে চরম গুঞ্জন এবার বুঝি সব ঠিক হল, তখনই আবার একটি বোমা ফাটান রাজ্যপাল জগদীপ ধনকর।

এভাবে ধারাবাহিকভাবে রাজ্যপাল এবং রাজ্য সরকারের দ্বন্দ্ব চলতে থাকে। তবে এবার সম্পূর্ণ অন্যভাবে রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের বিরুদ্ধে টুইট করেছেন। রাজ্যপাল জগদীপ ধনকর এদিন টুইট করে মুখ্যমন্ত্রীকে আলাদাভাবে সতর্ক করেছেন এই বলে যে তিনি আশঙ্কা করছেন আর কিছুদিনের মধ্যেই রাজ্যে একটি বড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে চলেছে শাসকদল। এই মর্মে রাজ্যপালের হাতে বেশ কয়েকটি রিপোর্ট এসেছে। এই টুইটের শুরুতেই রাজ্যপাল জগদীপ ধনকর সোজাসুজি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ রাজ্যের জনপ্রতিনিধিদের সতর্ক করেছেন।

যাতে এই দুর্নীতি থেকে তাঁরা দূরে সরে থাকতে পারেন, তাই আগেভাগেই তাঁর এই সতর্কীবার্তা বলে তিনি জানিয়েছেন। এ প্রসঙ্গে রাজ্যপাল এদিন টুইট করে বলেন, ‘মানুষের সেবার কাজই অগ্রাধিকার পাওয়া জরুরি। অসাধু উপায়ে কোনধরনের স্বজন-পোষণা চলবে না। সব ক্ষেত্রেই স্বচ্ছ্বতা বজায় রেখে চলতে হবে।’ অন্যদিকে রাজ্যপাল যে রাজ্যের সবরকম দুর্নীতির ওপর ‘সার্জিকাল স্ট্রাইক’ চাইছেন সে কথাও স্পষ্ট করেছেন এদিন। তবে দুর্নীতির কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে সতর্ক থাকতে বললেও কি ধরনের দুর্নীতির আশঙ্কা তিনি করছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধুমাত্র আশংকার ওপর ভিত্তি করেই তার এই টুইট বলে মনে করা হচ্ছে। এর আগেও রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বহুবার বহু অভিযোগ করেছেন। এমনকি সাম্প্রতিককালে করোনা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। এই অবস্থায় শাসকদলের অনেকেই রাজ্যপাল জগদীপ ধনকরকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে থাকেন। এমনকি মুখ্যমন্ত্রী স্বয়ং রাজ্যপালের অবস্থান নিয়ে বহু জায়গায় ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

তবে বিশেষজ্ঞদের মতে, রাজ্যপাল জগদীপ ধনকর প্রতিবাদ করেই হোক কিংবা সতর্ক করেই হোক যেভাবেই হোক রাজ্যের বিরুদ্ধে যে সমালোচনা চালিয়ে যাচ্ছেন তা কিন্তু এক প্রকার শাসকদলের ভালোই করছেন। যেকোন দলেরই কাজের সমালোচনা হওয়া প্রয়োজন। সে কাজটি রাজ্যের রাজ্যপাল গুরুত্বসহকারে করে চলেছেন। অন্যদিকে রাজ্যপালের আশঙ্কাকে যে তুড়ি মেড়ে উড়িয়ে দেবে রাজ্য সরকার এ ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখনও পর্যন্ত এই নিয়ে রাজ্য সরকারের তরফে কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। তবে নতুন কোন দুর্নীতির আভাস পেতে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং কত দিনে তিনি তা প্রকাশ করেন রাজ্যবাসীর সামনে, সেদিকে লক্ষ্য থাকবে রাজ্যের ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!