এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রের নিয়ম অগ্রাহ্য রাজ্যের! কড়া আক্রমণ দিলীপের!

কেন্দ্রের নিয়ম অগ্রাহ্য রাজ্যের! কড়া আক্রমণ দিলীপের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –কেন্দ্র আনলক ফোর ঘোষণা করে জানিয়ে দিয়েছিল, এখন থেকে কোনো রাজ্য সরকার গোটা রাজ্য লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না। এক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কিন্তু কেন্দ্র একথা জানালেও, তার অনেক আগেই পশ্চিমবঙ্গের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, সেপ্টেম্বর মাসের 7, 11 এবং 12 তারিখ গোটা রাজ্যে লকডাউন করা হবে। তবে তার পরবর্তী সময় কালে কেন্দ্র যখন তাদের অবস্থানের কথা জানায়, তখন আশা করা হয়েছিল, রাজ্য সরকার তাদের পূর্ববর্তী ঘোষণা থেকে সরে আসবে।

কিন্তু তেমন কিছু করতে দেখা যায়নি রাজ্যকে। উল্টে আনলক ফোর ঘোষণা হওয়ার পরের দিন অর্থাৎ সোমবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, সেপ্টেম্বর মাসের 7, 11 এবং 12 তারিখ রাজ্য পূর্ন লকডাউন হবে। আর এই ঘটনাতেই রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ আরও একবার প্রকাশ্যে চলে আসে বলে মনে করে রাজনৈতিক মহল। কেন্দ্র এবং রাজ্যের এই লকডাউন নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধ তৈরি হতে পারে বলেও মনে করা হয়েছিল। আর তাতেই এবার সীলমোহর দিয়ে কেন্দ্রের নির্দেশ রাজ্য অগ্রাহ্য করেছে বলে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “পরীক্ষা বানচাল করার জন্যই এমনটা করা হয়েছে।” অর্থাৎ দিলীপবাবু এই মন্তব্য করে বুঝিয়ে দিতে চেয়েছেন যে, কেন্দ্রের পক্ষ থেকে যখন জি এবং নিট পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে, তখন রাজ্য তার চরম বিরোধিতা করতে ব্যস্ত। তাই সেই সমস্ত পরীক্ষার দিনগুলোতে পূর্ণাঙ্গ লকডাউন করে রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ অমান্য করতে চাইছে বলে অভিযোগ করলেন দিলীপ ঘোষ। অন্যদিকে কেন্দ্রের নির্দেশ রাজ্য সরকার ঠিকমত পালন না করায় প্রশ্ন তুলেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, “কেন্দ্রের নির্দেশ অমান্য করা সংবিধানবিরোধী। কেন্দ্র জানানোর পরেও কিভাবে নিজেদের সিদ্ধান্ত বহাল রাখল রাজ্য প্রশাসন!” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এবার এই লকডাউন নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধের ফলে বঙ্গ রাজনীতিতে তৃণমূল এবং বিজেপির বিরোধিতা এক অন্য জায়গায় পৌঁছে যেতে পারে। গোটা ঘটনাকে কেন্দ্র করে যেভাবে কেন্দ্রের নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন বিজেপি নেতারা, তাতে রাজ্যের শাসক দল কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়বে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তৃনমূল ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিজেপির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!