এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ গত লোকসভা-বিধানসভায় লড়া নেতা

তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ গত লোকসভা-বিধানসভায় লড়া নেতা

না আর তৃণমূলের উপর আস্থা রাখতে পারছেন না আর তাই বড় তৃণমূল করে অন্য দলে যোগ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ গত লোকসভা-বিধানসভায় লড়া নেতা পাহাড়ি বিছে ,প্রাক্তন ভারত অধিনায়ক ও সিকিমের ভূমিপুত্র বাইচুং ভুটিয়া। কলকাতার একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী তৃণমূলে বীতশ্রদ্ধ হয়েই অন্য রাজনীতিতে নজর দিতে চলেছেন বাইচুং ভুটিয়া।ওই পোর্টালের দাবি যে আগামী লোকসভা নির্বাচনে নাকি নিজ রাজ্য সিকিম থেকে ক্ষমতায় থাকা দল এসডিএফের হয়ে লড়তে চান।জানা গেছে সমীক্ষায় ধরা পড়েছে যে সিকিমে ফের ক্ষমতায় আসছে এসডিএফ।তাই সেই সুযোগকে কাজে লাগিয়ে সংসদে যাওয়া নিশ্চিত করছেন বাইচুং ভুটিয়া।গত লোকসভা ও বিধানসভা দুটি নির্বাচনেই তৃণমূলের হয়ে লড়েছিলেন এবং হেরে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই রাজনীতি থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলেন। যদিও তৃণমূল এখনো এই নিয়ে কিছু বলেনি।তবুও ওই পোর্টালের দাবি অনুযায়ী দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন বাইচুং।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!