এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের সমীক্ষা – কি হতে পারে জেলাভিত্তিক ভোট শতাংশের হিসাব?

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের সমীক্ষা – কি হতে পারে জেলাভিত্তিক ভোট শতাংশের হিসাব?

গতকাল এবিপি আনন্দ-সি ভোটার সংস্থা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সাম্ভাব্য ফলাফল নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে। সেই সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক জেলা পরিষদের ফলাফল হতে পারে নিম্নরূপ –

১. কুচবিহার –
তৃণমূল কংগ্রেস – ৩৬%
বিজেপি – ২৯%
বামফ্রন্ট – ৮%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ২৪%

২. জলপাইগুড়ি –
তৃণমূল কংগ্রেস – ৪১%
বিজেপি – ৩১%
বামফ্রন্ট – ৬%
কংগ্রেস – ৫%
অন্যান্য – ১৭%

৩. আলিপুরদুয়ার –
তৃণমূল কংগ্রেস – ৩১%
বিজেপি – ২৫%
বামফ্রন্ট – ১২%
কংগ্রেস – ৬%
অন্যান্য – ২৬%

৪. উত্তর দিনাজপুর –
তৃণমূল কংগ্রেস – ২৮%
বিজেপি – ২২%
বামফ্রন্ট – ১৪%
কংগ্রেস – ১৩%
অন্যান্য – ২৩%

৫. দক্ষিণ দিনাজপুর –
তৃণমূল কংগ্রেস – ৩৮%
বিজেপি – ৩০%
বামফ্রন্ট – ১০%
কংগ্রেস – ৮%
অন্যান্য – ১৪%

৬. মালদহ –
তৃণমূল কংগ্রেস – ৩৯%
বিজেপি – ২৬%
বামফ্রন্ট – ৮%
কংগ্রেস – ৭%
অন্যান্য – ২০%

৭. মুর্শিদাবাদ –
তৃণমূল কংগ্রেস – ৩৩%
বিজেপি – ৯%
বামফ্রন্ট – ১২%
কংগ্রেস – ৩২%
অন্যান্য – ১৪%

৮. নদীয়া –
তৃণমূল কংগ্রেস – ৩৬%
বিজেপি – ২৯%
বামফ্রন্ট – ১০%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ২২%

৯. উত্তর ২৪ পরগনা –
তৃণমূল কংগ্রেস – ৩৩%
বিজেপি – ৩০%
বামফ্রন্ট – ১৪%
কংগ্রেস – ৪%
অন্যান্য – ১৯%

১০. দক্ষিণ ২৪ পরগনা –
তৃণমূল কংগ্রেস – ৪০%
বিজেপি – ২৩%
বামফ্রন্ট – ১৭%
কংগ্রেস – ৪%
অন্যান্য – ১৬%

১১. হাওড়া –
তৃণমূল কংগ্রেস – ৪১%
বিজেপি – ২২%
বামফ্রন্ট – ১৩%
কংগ্রেস – ৯%
অন্যান্য – ১৫%

১২. হুগলি –
তৃণমূল কংগ্রেস – ৪৯%
বিজেপি – ১৭%
বামফ্রন্ট – ১৬%
কংগ্রেস – ২%
অন্যান্য – ১৬%

১৩. পূর্ব মেদিনীপুর –
তৃণমূল কংগ্রেস – ৩৯%
বিজেপি – ২২%
বামফ্রন্ট – ১৭%
কংগ্রেস – ৩%
অন্যান্য – ১৯%

১৪. পশ্চিম মেদিনীপুর –
তৃণমূল কংগ্রেস – ৩৮%
বিজেপি – ৩০%
বামফ্রন্ট – ৬%
কংগ্রেস – ৭%
অন্যান্য – ১৯%

১৫. ঝাড়গ্রাম –
তৃণমূল কংগ্রেস – ৩৫%
বিজেপি – ২৮%
বামফ্রন্ট – ১১%
কংগ্রেস – ৬%
অন্যান্য – ২০%

১৬. পুরুলিয়া –
তৃণমূল কংগ্রেস – ৩২%
বিজেপি – ২১%
বামফ্রন্ট – ১৫%
কংগ্রেস – ১৬%
অন্যান্য – ১৬%

১৭. বাঁকুড়া –
তৃণমূল কংগ্রেস – ৩৬%
বিজেপি – ৩৩%
বামফ্রন্ট – ১৭%
কংগ্রেস – ৪%
অন্যান্য – ১০%

১৮. পশ্চিম বর্ধমান –
তৃণমূল কংগ্রেস – ২৮%
বিজেপি – ১৭%
বামফ্রন্ট – ৭%
কংগ্রেস – ৭%
অন্যান্য – ৪১%

১৯. পূর্ব বর্ধমান – 
তৃণমূল কংগ্রেস – ৩৮%
বিজেপি – ২৬%
বামফ্রন্ট – ১৬%
কংগ্রেস – ৪%
অন্যান্য – ১৬%

২০. বীরভূম –
তৃণমূল কংগ্রেস – ৪২%
বিজেপি – ২৪%
বামফ্রন্ট – ১০%
কংগ্রেস – ৫%
অন্যান্য – ১৯%

অর্থাৎ সমীক্ষা অনুযায়ী মুর্শিদাবাদ বাদে প্রতিটা জেলায় তৃণমূল কংগ্রেসে প্রধান প্রতিপক্ষ হতে চলেছে বিজেপি, আর মুর্শিদাবাদে কংগ্রেস। তবে এই সমীক্ষায় চমকে দিয়েছে ‘অন্যান্যদের’ প্রাপ্ত ভোট শতাংশ, কেননা ঐতিহাসিক ভাবেই পশ্চিমবঙ্গের যেকোনো নির্বাচনে এই ‘অন্যান্যদের’ প্রাপ্ত ভোট শতাংশ থাকে ১-৫ শতাংশের মধ্যে, সেখানে প্রতিটি জেলাতেই ২০% বেশি অন্যান্যদের ভোট পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এই সমীক্ষা সঠিক হলে তৃণমূল কংগ্রেসকে বিরোধীদের থেকেও বেশি অস্বস্তিতে ফেলতে চলেছে নিজেদের গোঁজ প্রার্থী বলেই রাজনৈতিক মহলের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!