এখন পড়ছেন
হোম > জাতীয় > বিদ্বেষ ছড়ানোর মামলায় শীর্ষে বিজেপি, তালিকায় নাম দুই তৃণমূল বিধায়কেরও

বিদ্বেষ ছড়ানোর মামলায় শীর্ষে বিজেপি, তালিকায় নাম দুই তৃণমূল বিধায়কেরও

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে একটি বেসরকারি সংস্থা পাঁচ বছরের খতিয়ান বলছে, বিজেপি নেতারাই হলফনামায় কবুল করা মামলার হিসেবে সব থেকে বেশি বিদ্বেষমূলক বিবৃতি দিয়েছেন। সব দল মিলিয়ে ৫৮ জন বিধায়ক-সাংসদ এই বিবৃতি দিয়েছেন। এর মধ্যে রয়েছেন বিজেপির ১০ জন সাংসদ এবং ১৭ জন বিধায়ক। নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীও। এমনকি চমকে দেবার মতো ব্যাপার হলো বিভিন্ন রাজ্যের ৮ মন্ত্রীর মধ্যেও অর্ধেক নাম হলো বিজেপির।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

‘বিদ্বেষমূলক বিবৃতি’ বলতে যে ঠিক কি ? তা কি আইনে বলা আছে বলা নেই সঠিক ভাবে। রাজনৈতিক উদ্দেশ্যে চারিতার্থ করতে অনেক মামলা করা হয়। সব দলেরই এমন আছে। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে বিজেপির মতো আর কারুর এমন বেশি সংখ্যক মামলা নেই। বাদ নেই তৃণমূলও তালিকায় নাম রয়েছে তৃণমূলের দু’জন হেভিওয়েট নেতার ।তাঁরা ছিলেন পশ্চিমবঙ্গের প্রয়াত বিধায়ক ইকবাল আহমেদ ও বিধায়ক স্বপন দেবনাথ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!