এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে নিজের পিসিকেই ভর্তি করাতে পারলেন না হেভিওয়েট তৃণমূল বিধায়ক!

স্বাস্থ্যসাথীর কার্ড দেখিয়ে নিজের পিসিকেই ভর্তি করাতে পারলেন না হেভিওয়েট তৃণমূল বিধায়ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংকটকালে বেসরকারি চিকিৎসা ক্ষেত্রের অধিক মুনাফা লাভ, দুর্ব্যবহার, তথা বাড়াবাড়ি বিষয়ে বহু অভিযোগ উঠেছে। এবার শাসকদল তৃণমূলের বিধায়ককেই রোগী ভর্তি থেকে ফিরিয়ে দিল এক বেসরকারি নাসিংহোম। উত্তর ২৪ পরগণা জেলার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রফিকুর রহমান বারাসাতের এক বেসরকারি নার্সিংহোমে তাঁর অসুথ বৃদ্ধা পিসিমাকে ভর্তি করাতে গিয়ে চরম হয়রানির শিকার হলেন। প্রায় আড়াই ঘন্টা প্রচেষ্টার পরেও তিনি পিসিমাকে ভর্তি করাতে পারলেন না নার্সিংহোমে। তাই শেষ পর্যন্ত অসুস্থ পিসিমাকে নিয়ে বাড়ি ফিরতে হলো তাঁকে।

আমডাঙার বিধায়ক রফিকুর রহমান অভিযোগ জানিয়েছেন যে, তাঁর কাছে স্বাস্থ্য সাথীর কার্ড থাকা সত্ত্বেও তিনি পিসিমাকে নার্সিংহোমে ভর্তি করাতে পারেননি। তাঁর বৃদ্ধা পিসিমা নাজমা খাতুন বিবি বার্ধক্য জনিত পীড়ায় বেশকিছু ধরেই আক্রান্ত। গতকাল সোমবার বিধায়ক রফিকুর রহমান বারাসাতের এক নার্সিংহোমে পিসিমাকে চিকিৎসার জন্য এনেছিলেন। পিসিমাকে নার্সিংহোমে ভর্তি করাতে গিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ দীর্ঘসময় ধরে তাঁকে প্রচন্ড হয়রানি করেছে বলে তিনি অভিযোগ করেছেন। তাঁর কাছে স্বাস্থ্যসাথীর কার্ড থাকা স্বত্তেও নার্সিংহোম কর্তৃপক্ষ কিছুতেই তাঁর পিসিমাকে ভর্তি করতে রাজি হয়নি। আড়াই ঘণ্টা চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরে যান বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নার্সিংহোমের বিরুদ্ধে বিধায়কের অভিযোগ, ” স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড নিয়ে চিকিৎসা করাতে গেলে হয়রানির অভিযোগ আগে শুনতাম। এখন নিজের পরিবারের ক্ষেত্রে সমস্যা চোখে দেখলাম। আমি পিসিমাকে ওই নার্সিংহোমে নিয়ে যেতে প্রথমে করোনা পরীক্ষা করাতে বলে। আমরা এন্টিজেন টেস্ট করে ভর্তি নেওয়ার কথা বললে ওরা রাজি হয়। সেই কারণে ভর্তি হওয়ার আগে ফর্ম ফিলআপ করে দেওয়া হয়। এরপর স্বাস্থ্য সাথীর কার্ড দেখে ভর্তি করানো যাবে না বলে জানায়। আসলে এক শ্রেণির নার্সিংহোম সরকারের বদনাম করতে চাইছে। তাই স্বাস্থ্য সাথীর কার্ড দেখে রোগী ভর্তি করছে না। আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলাশাসকের কাছে অভিযোগ জানাব।”

তবে, এ প্রসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে, বিধায়কের পিসিমার করোনার উপসর্গ ছিল। এ কারণে নার্সিংহোম থেকে তাঁকে প্রথমে করোনা পরীক্ষা করাতে বলা হয়েছিল। কিন্তু বিধায়ক ও তাঁর পরিবার করোনা পরীক্ষার আগেই তাঁকে নার্সিংহোমে ভর্তি করানোর দাবি করেছিলেন। কিন্তু নার্সিংহোমে ভর্তি থাকা অন্যান্য রোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই করোনা পরীক্ষা ছাড়া তাঁকে ভর্তি নিতে রাজী হয়নি নার্সিংহোম কর্তৃপক্ষ।

এই ঘটনায় বিধায়ক প্রচন্ড ক্ষুব্ধ হয়েছেন। এই বেসরকারি নার্সিংহোমে বিরুদ্ধে তিনি রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসকের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!