এখন পড়ছেন
হোম > জাতীয় > বঙ্গ বিজেপির ১৮ সাংসদকে নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির মেগা বৈঠক ঘিরে ক্রমশ বাড়ছে জল্পনা!

বঙ্গ বিজেপির ১৮ সাংসদকে নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় বিজেপির মেগা বৈঠক ঘিরে ক্রমশ বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বাংলার রাজনৈতিক মহলে চলছে রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি। একুশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাংলায় তৃণমূল এবং বিজেপির লড়াই স্পষ্ট হচ্ছে। অন্যদিকে এ রাজ্যের বিধানসভার দখল করার মনোবাসনা গেরুয়া শিবিরের প্রথম থেকেই। লোকসভা নির্বাচনে 18 টি আসন জিতে বিজেপির বিধানসভা দখল করার ব্যাপারে আত্মবিশ্বাস যে আরও জোরদার হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর তাই বিধানসভায় তৃণমূলের পালের হওয়া কেড়ে নিতে এবার জোরদার প্রস্তুতি গেরুয়া শিবিরের অন্দরে।

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে আগামীকাল বুধবার বঙ্গ বিজেপির নির্বাচিত এমপিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলের কেন্দ্রীয় নেতারা বলে জানা গেছে। সোমবার বিজেপির কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। এ প্রসঙ্গে আরও জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির এমপিদের কাছ থেকে তাঁদের লোকসভা কেন্দ্রের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে। আর তারপরেই শুরু হবে চূড়ান্ত নির্বাচনী প্রস্তুতি। নির্বাচনী প্রস্তুতির প্রথম পর্বে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতারা।

সেখানেই সিদ্ধান্ত হয় মঙ্গলবারের বৈঠকের। জানা গেছে, আগামী 23 সেপ্টেম্বরের বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের অন্যতম কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, ছাড়াও বিজেপি শীর্ষ কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননসহ অন্যান্য নেতারা। ইতিমধ্যে জানা গেছে, সোমবারের বৈঠকে নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক পর্ব অনুযায়ী দুর্গাপূজায় রাজ্যজুড়ে বিজেপির বিশেষ রাজনৈতিক অভিযান কর্মসূচি থাকছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, বিভিন্ন পূজা মণ্ডপের সামনে বিজেপির পক্ষ থেকে বইয়ের স্টল দেওয়া হবে। সেরকমভাবেই বাড়ি বাড়ি গিয়েও এবার প্রচার চালানো হবে কেন্দ্রীয় কর্মসূচি নিয়ে। এদিন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছে, করোনা মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এবং সে কথাই তুলে ধরা হবে এবার রাজ্যের মানুষের কাছে। সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে যাওয়ার পরিকল্পনা করছে বাংলার গেরুয়া শিবির।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের বহুদিন ধরেই নজর বাংলার দিকে। আর তাই একুশের বিধানসভা নির্বাচন ক্রমশ হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের শাসক দল এবং বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। দুই দলই একে অপরকে টেক্কা দিতে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। তবে আগামী দিনে বাংলার মসনদ দখল করা যেকোন দলের পক্ষেই খুব একটা যে সহজ হবে না, সে কথা চোখ বন্ধ করে নিশ্চিন্তে বলা যায় বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। আপাতত বাঙালী একুশের নির্বাচন নিয়ে চায়ের চুমুকে তুফান তুলছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!