এখন পড়ছেন
হোম > জাতীয় > ” অমিত শাহ পুরুলিয়া নিশ্চিত যাবেন” দাবি মুকুল রায়ের

” অমিত শাহ পুরুলিয়া নিশ্চিত যাবেন” দাবি মুকুল রায়ের


পুরুলিয়ায় বিজেপির দুই কর্মীর মৃত্য নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। শুধু রাজ্য রাজনীতি বললেও ভূল বলা হবে জাতীয় রাজনীতিতেও কম আলোড়ন ফেলেনি পুরুলিয়া কান্ড। আর এবার তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের পুরুলিয়ায় যাবার কথা থাকলেও রাজ্য সরকারের পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে অমিত শাহ যেহেতু একজন এতবড় জাতীয় নেতা তাই তাঁকে দেখতে অনেক মানুষ আসবেন আর তাই পর্যাপ্ত পরিমানে তাঁকে নিরাপত্তা দেওয়া জেবে না। আর তাই সেখানে যাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি না যান তাই বিজেপির রাজ্য নেতৃত্বকে অনুরোধ করা হয়েছিল পুলিশের তরফ থেকে। বিজেপির রাজ্য নেতৃত্ব এতে সম্মতিও জানিয়েছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু এদিন বিজেপি নেতা মুকুল রায় দাবি করেন যে যাই হয়ে যাক অমিত শাহ পুরুলিয়া নিশ্চিত যাবেনই। এই নিয়ে তিনি বলেন যে,অমিতজি পুরুলিয়াতে নিশ্চিত যাবেন। সেখানে যেভাবে আমাদের দু’জন কর্মীকে খুন করা হয়েছে তা অতন্ত্য নিন্দনীয়। দলের পক্ষ থেকে সবাই মিলে অমিতজিকে বলেছি যে, ওনার পুরুলিয়া যাওয়া দরকার এবং আমি যতদূর জানি উনি পুরুলিয়া যাবেন। এমনিতে পশ্চিমবঙ্গের প্রশাসন ভারতীয় জনতা পার্টি কোনও কিছু করতে গেলে অনুমতি দেয় না। এটা নতুন কিছু না। দেখা যাক কী হয়। সাথে তিনি এও বলেন যে শুধু পুরুলিয়াই নয়, পঞ্চায়েতে সারা বাংলায় মোট ৭০ জন খুন হয়েছে। তাও সমীচীন নয়। প্রসঙ্গত এদিন “জনসম্পর্ক অভিযান” এ সাংবাদিক মানস ঘোষের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ৪ বছরের কর্মকাণ্ডের পুস্তিকা তুলে দেন। এছাড়া সুনন্দ সান্যালের বাড়িতে গিয়ে তাঁর সাথে দেখা করেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!