এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > যশ- কে ঘিরে ক্রমশ বাড়ছে আতঙ্ক, এমফানের স্মৃতি ফিরবে না তো? ঘুম উড়ছে বঙ্গবাসীর

যশ- কে ঘিরে ক্রমশ বাড়ছে আতঙ্ক, এমফানের স্মৃতি ফিরবে না তো? ঘুম উড়ছে বঙ্গবাসীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2020 সাল বিদায় নেওয়ার পর যাতে এই রকম কোনো বছর আর না আসে, তার জন্য প্রার্থনা করতে শুরু করেছিলেন সকলেঋ কিন্তু 2021 সাল পড়ার সাথে সাথেই আবার অতীতের পুনরাবৃত্তি হতে শুরু করেছে। যে 2020 সাল সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে করোনা ভাইরাস, 2021 সালেও তা আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে।

স্বাভাবিক ভাবেই জনজীবন এখন কার্যত স্তব্ধ। সকলেই গৃহবন্দি অবস্থায় রয়েছেন। তবে 2020 সালে করোনা ভাইরাসের মধ্যে যে আম্ফান দুর্যোগ সমস্ত কিছু লন্ডভন্ড করে দিয়েছিল, 2021 সালেও তার থেকেও ভয়াবহ দুর্যোগ “যশ” আছড়ে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। যা নিয়ে এখন চিন্তা ক্রমশ বাড়ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বড় কোনো দুর্যোগের আগে চিটচিটে গরমের সম্ভাবনা থাকে। এক্ষেত্রেও খুব দ্রুত এই পরিস্থিতি তৈরি হতে পারে। ধীরে ধীরে বাড়তে পারে গরম। আর তার পরেই আছড়ে পড়তে পারে দুর্যোগ। স্বাভাবিক ভাবেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যত সামনে আসছে, ততই উদ্বেগ বাড়তে শুরু করেছে রাজ্যবাসীর।

এক বছর আগে করোনা ভাইরাসের মধ্যে আম্ফান দুর্যোগ অনেকের জীবনে বয়ে এনেছিল সর্বনাশ। তাই অতীতের করোনা আবার ফিরে আসলেও, যাতে তার মধ্যে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে দুর্যোগ না আসে, তার জন্য ইতিমধ্যেই ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করেছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, এবারের দুর্যোগ যদি সত্যি সত্যিই আশঙ্কার মত করে আছড়ে পড়ে, তাহলে তা অনেকের রাতের ঘুম কেড়ে নেবে।

বিগত দিনের তিক্ত স্মৃতিকে সামলে নিয়ে ধীরে ধীরে অনেক গরিব মানুষ আমফানে বিপর্যস্ত হওয়ার পর নিজেদের মাথার ছাদ আবার ঠিক করতে শুরু করেছেন সরকারের পক্ষ থেকে সাহায্য পাওয়ার পর তারা আবার মাথা তুলে দাঁড়িয়েছে কিন্তু তার মধ্যে যদি আবার যশ নামক ঝড় আছড়ে পড়ে তাহলে তাদের সর্বস্ব শেষ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই করোনা মহামারীর মধ্যে এক বছর আগেকার মত তিক্ত ঝড়ের স্মৃতি ফিরে আসুক, চাইছেন না কেউই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!