এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > টিকার এই আকালের মধ্যেই টিকা চুরির বড়সড় অভিযোগ রাজ্যে!

টিকার এই আকালের মধ্যেই টিকা চুরির বড়সড় অভিযোগ রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ের পর আবার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। আর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণে দ্রুত যাতে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হয়, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই ভ্যাকসিন নিয়ে চরম দ্বৈরথ শুরু হয়েছে রাজ্য সরকার বনাম কেন্দ্রীয় সরকারের মধ্যে।

চারিদিকে তৈরি হয়েছে টিকা এবং ভ্যাকসিনের আকাল। আর এই পরিস্থিতিতে টিকা চুরির অভিযোগকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর। ভ্যাকসিন এবং টিকার যখন অভাব দেখা দিচ্ছে, তখন টিকা চুরির এই ঘটনা কার্যত বেনোজির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর পেছনে কে বা কারা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

সূত্রের খবর, পশ্চিম মেদিনিপুর সালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা টিকার 16 টি ভায়াল চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, রেফ্রিজারেটর থেকে এটা চুরি হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, যে 16 টি ভায়াল চুরি হয়েছে, সেখান থেকে প্রায় 116 টি ডোজ তৈরি হত। যা করোনা ভাইরাসের টিকার এই আকালে যথেষ্ট মানুষকে পরিষেবা দেওয়ার কাজ করতে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেক্ষেত্রে রেফ্রিজারেটরের ভেতর থেকে কে বা কারা এই টিকা চুরি করে নিল, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে আধিকারিকরা। পর্যবেক্ষকদের মতে, হাসপাতালে নিরাপত্তাব্যবস্থা সত্বেও কেন এত গুরুত্বপূর্ণ টিকার ডোজ চুরি হয়ে গেল! এটা সত্যিই আশ্চর্য ব্যাপার।

বর্তমানে করোনা ভাইরাস যখন হু হু করে বাড়তে শুরু করেছে, তখন টিকাকরণের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি সেই টিকাকরণের অভাব নিয়ে রীতিমত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে কেন্দ্রীয় বনাম রাজ্য সরকার। কিন্তু তার মাঝে রাজ্যের এক হাসপাতালে 16 টি ভায়াল চুরি যাওয়ার ঘটনা কার্যত বেনজির বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। বর্তমান সঙ্কটজনক পরিস্থিতিতে এই রকম ঘটনা যে যথেষ্ট বিপাকে ফেলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ এবং আক্রান্ত রোগীদের, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!