এখন পড়ছেন
হোম > জাতীয় > মকর সংক্রান্তির দিনেই রেকর্ড সংক্রমণ করোনার, বাড়ছে তীব্র আশঙ্কা

মকর সংক্রান্তির দিনেই রেকর্ড সংক্রমণ করোনার, বাড়ছে তীব্র আশঙ্কা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ মকর সংক্রান্তির দিনেই এই বছরে করোনার রেকর্ড সংক্রমণ দেখা গেল দেশজুড়ে। দেশজুড়ে করোনা আক্রান্ত হলেন আড়াই লক্ষেরও বেশি মানুষ। দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনার সংক্রমণ তীব্র। পশ্চিমবঙ্গে প্রায় ২৪ হাজার মানুষ করোনা হলেন। গঙ্গাসাগর মেলা থেকে পুণ্যার্থীরা ফিরে যাবার পর সংক্রমনের মাত্রা একধাক্কায় অনেকটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ২০২ জন। যা এ বছরের করোনা সংক্রমনের রেকর্ড। আর এরমধ্যেই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। যা প্রায় ৬ হাজারের কাছাকাছি চলে গেছে। সংক্রমণ আগামী দিনে ব্যাপক হারে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৬৭ জন। সেই সঙ্গে বাড়ছে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা।

এক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, রাজ্যের মোট করোনা আক্রান্তের প্রায় ৮০% হলো ওমিক্রণ আক্রান্ত। এদিকে, গঙ্গাসাগরে চলছে জনজোয়ার। স্বাস্থ্যবিধি অমান্য করে জমছে ভিড়। বহু মানুষ মাস্ক পর্যন্ত পরিধান করেননি। পুলিশ, প্রশাসনের বারবার সাবধান বাণী সত্ত্বেও স্বাস্থ্যবিধি অমান্য করতে দেখা যাচ্ছে পুণ্যার্থীদের। এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করোনার সুপার স্পেন্ডার হতে পারে বলে, আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!