এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বিরোধীরা নয়! বাংলায় রেশনে দুর্নীতি নিয়ে এবার সরব খোদ মমতার দলেরই হেভিওয়েট বিধায়ক!

বিরোধীরা নয়! বাংলায় রেশনে দুর্নীতি নিয়ে এবার সরব খোদ মমতার দলেরই হেভিওয়েট বিধায়ক!


করোনার জেরে কাঁপছে যখন বিশ্ববাসী। করোনাকে প্রতিহত করার জন্য লকডাউন চলায় দিন আনা দিন খাওয়া মানুষের ঘরে খাবারে পড়েছে টান।এদিকে লকডাউনে রেশন বন্টন নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির। বিজেপি থেকে বাম কংগ্রেস সবাই অভিযোগ করেছে রেশন ব্যবস্থা নিয়ে। বিরোধীদের অভিযোগ হল, রেশনের সামগ্রী দুর্নীতিতে যুক্ত রয়েছেন তৃণমূলের বেশ কিছু নেতা। যদিও শাসকদল তা মানতে একদমই রাজি ছিল না – উল্টে এই কঠিন পরিস্থিতিতে এর মাধ্যমে বিরোধীদের কুৎসা দেখছিল তারা।

কিন্তু এবার শাসকদলের অস্বস্তি বহুগুন বাড়িয়ে, রাজ্যে রেশন বন্টন নিয়ে বিরোধী সুরে সুর মেলালেন মেলালেন খোদ তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক। এদিন, জঙ্গলমহলে বহু গরিব মানুষ রেশন পাচ্ছেন না বলে অভিযোগ করে এলাকার বিডিওদের চিঠি দিয়েছেন শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাত। প্রশাসনিক আধিকারিকদের কাছে বিধায়কের আশঙ্কা যে কোনও সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, কিছুদিন আগেই রেশন পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠায় স্বয়ং খাদ্য সচিবকে বদল করে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধীদের অভিযোগ, খাদ্যসচিবকে এক্ষেত্রে বলির পাঁঠা করা হয়েছে। যদিও, খাদ্যসচিবের বদলের পরেও পরিস্থিতির বিশেষ কিছু উন্নতি হয় নি বলেই লাগাতার অভিযোগ করে চলেছেন বিরোধীরা। কিন্তু এবার সেই রেশন দুর্নীতি নিয়ে, বিরোধীদের পাশাপাশি সরব হয়েছেন শালবনির হেভিওয়েট তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাত।

তাঁর স্পষ্ট অভিযোগ, এলাকার গরিব মানুষরা রেশন পাচ্ছেন না। স্থানীয় সূত্রের খবর, এলাকার তিন বিডিওকে চিঠি দিয়ে তিনি অভিযোগ করেছেন এলাকার বেশ কয়েকজন রেশন ডিলার নাকি খাদ্যদ্রব্য সরবরাহ করছেন না। এদিকে জানা গেছে, দলীয় বিধায়কের এহেন বিস্ফোরক অভিযোগ পেয়ে তড়িঘড়ি তাঁকে ফোন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি এই সমস্যা মিটে যাবে বলে আশ্বস্তও করেছেন শ্রীকান্তবাবুকে বলে জানা গেছে। এদিকে, খাদ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে তিনি প্যাকেটে করে চাল-ডাল বিলি করার পাশাপাশি, নিজের এলাকায় ১০ টি অস্থায়ী লঙ্গরখানা খোলার অনুরোধ জানিয়েছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!