এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধানসভা নির্বাচনে আশানুরূপ সাফল্য না এলেও, আরও বড়সড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দিলীপ ঘোষের

বিধানসভা নির্বাচনে আশানুরূপ সাফল্য না এলেও, আরও বড়সড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা দিলীপ ঘোষের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে আশানুরূপ সাফল্য না এলেও, আরো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বাড়ছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। প্রসঙ্গত চলতি বছরের নভেম্বর মাসে দিলীপ ঘোষের রাজ্য সভাপতির কার্যকালের মেয়াদ শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদল তথা সম্প্রসারনের কথা শোনা যাচ্ছে। এই সূত্র ধরেই দিলীপ ঘোষকে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন দলের শীর্ষ নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে সাফল্য না এলেও, গত লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের নেতৃত্বে বড়োসড়ো সাফল্য লাভ করেছিল বিজেপি। তার পুরস্কার স্বরূপ তাঁকে মন্ত্রিত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর সমালোচনা ও ক্ষোভ বাড়তে শুরু করেছে। দলের একাংশ পরাজয়ের জন্য তাঁকে দায়ী করেছেন। অনেকে তাঁর কঠোর ভাষা ব্যবহার নিয়েও সমালোচনা করেছেন। এই পরিস্থিতিতে তাঁকে রাজ্য সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনার সম্ভাবনা বাড়ছে। অন্যদিকে দিলীপ ঘোষের উপরে দলের একাংশ ক্ষুব্ধ হলেও, সংঘ পরিবারের যথেষ্ট ভরসার স্থল হলেন দিলীপ ঘোষ। আবার দলের একাংশ মনে করছেন যে, দিলীপ ঘোষকে যদি কেন্দ্রীয় মন্ত্রী করে দেয়া হয়, তবে রাজ্য সংগঠনেও তার একটা বড়সড় প্রভাব দেখা দেবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন বিজেপির হস্তগত হয়েছিল। কিন্তু রাজ্য থেকে সেভাবে মন্ত্রী করা হয়নি, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছিল। একমাত্র বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরীকে প্রতিমন্ত্রী করা হয়েছিল। কিন্তু কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি। এবার বিধানসভা ভোটের পর বঙ্গ বিজেপির ভাঙ্গন ও গোষ্ঠী কোন্দলের পরিবেশ বঙ্গ বিজেপিকে নিয়ে চিন্তাভাবনা করছে দলের শীর্ষ নেতৃত্ব। এ কারণেই বাংলা থেকে বেশকিছু সাংসদকে মন্ত্রিসভায় আনার ব্যাপারে দল চিন্তাভাবনা করছে, বিশেষ করে চিন্তাভাবনা রয়েছে উত্তরবঙ্গকে নিয়ে।

সম্প্রতি বিজেপির তিন দাপুটে সাংসদ সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক, অর্জুন সিং দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। সৌমিত্র খাঁ এখনো দিল্লিতে আছেন। এদের মধ্যে মন্ত্রিত্ব লাভের দৌড়ে এগিয়ে থাকতে পারেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। তাঁর মন্ত্রিসভায় আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। কারণ, যে সমস্ত সাংসদকে বিধানসভা নির্বাচনে দাঁড় করানো হয়েছিল, তাঁদের মধ্যে একমাত্র তিনি ও রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার জয়ী হয়েছিলেন।

আবার, বাবুল সুপ্রিয়কে পূর্ণ মন্ত্রিত্ব দেবার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন একটাই, দিলীপ ঘোষকে যদি কেন্দ্রীয় মন্ত্রী করা হয়, তবে রাজ্য সভাপতি পদের দায়িত্ব কে নেবেন? এক্ষেত্রে বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি সহ একাধিক ব্যক্তির নাম তালিকায় রয়েছে। তবে, এ কথা ঠিক যে, সবটাই এখনো সম্ভাবনা। বিজেপির পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা করা হয়নি। মন্ত্রিত্ব নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, তার উত্তরে তিনি জানিয়েছেন, তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে? এ কথাটা কেউ তাঁকে বলেন নি, এখনও একথা কেউ বলছেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!