এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > যাঁরা এসব করছেন তাঁরা এখনই সাবধান হয়ে যান! কি প্রসঙ্গে, কেন চূড়ান্ত হুঁশিয়ারি দিলীপ ঘোষের?

যাঁরা এসব করছেন তাঁরা এখনই সাবধান হয়ে যান! কি প্রসঙ্গে, কেন চূড়ান্ত হুঁশিয়ারি দিলীপ ঘোষের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিনের বিতর্কের পর অবশেষে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এ রাজ্যে অবশ্য রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে ইতিমধ্যে শাসক দলের সঙ্গে গেরুয়া শিবিরের চরম বাকবিতণ্ডা শুরু হয়েছে। কিন্তু তার মধ্যেই এবার রাজ্যে রাম মন্দির নিয়ে কেউ কিছু বললেই তার ওপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে গেরুয়া শিবির এবং সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ চলছে। কিছুদিন আগেই মেডিকেল কলেজের এক ডাক্তার ছাত্র রাম মন্দির নিয়ে একটি পোস্ট করেছিলো ফেসবুকে।

তারপরেই তাঁকে হেনস্থার শিকার হতে হয় গেরুয়া শিবিরের হাতে। লাগাতার হুমকির মুখে তাঁকে হাত জোড় করে ক্ষমা চাইতে হয়। সেই ভিডিও ছড়িয়ে পড়েছিল ঝড়ের বেগে। আর তারপর নতুন করে আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গেরুয়া শিবিরের ক্ষোভের মুখে পড়লেন। আলিপুর মাদারিহাটের বাসিন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া ছাত্রী সম্প্রতি রাম মন্দির নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। বিষয়টি নজরে আসে বিজেপি নেতা কর্মীদের।

আর তারপরেই লাগাতার হুমকি দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে। রীতিমতো সালিশি সভা ডেকে হেনস্থা করা হয় ওই ছাত্রী এবং তাঁর মাকে। এরপরেই তাঁরা আতঙ্কিত হয়ে এলাকা ছাড়েন বলে জানা গেছে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুর চড়িয়েছেন। এদিন দিলীপ ঘোষ বলেন, যাদবপুরের পড়ুয়ারা বরাবরই রাষ্ট্রবিরোধী আচরণ করেন। আর এরপরই তিনি রীতিমতো হুমকির সুরে বলেন “যারা এসব করছেন তাঁরা এখনই সাবধান হয়ে যান।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী এবং তাঁর মাকে হেনস্তার ঘটনাটি সম্পূর্ণরূপে অস্বীকার করছে গেরুয়া শিবির। তবে ঘটনাটি প্রকাশ্যে আসার পর ওই ছাত্রী এবং তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকার তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে যদি সাধারণ মানুষকে এভাবে হুমকি দেওয়া হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে, তাহলে কিন্তু নির্বাচনের বাজারে ভোটব্যাংকে ধ্বস নামতে বিন্দুমাত্র সময় লাগবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ জনগণই নির্বাচনের লড়াইয়ের ময়দানে শেষ কথা বলবেন। তাই তাদের বিরূপ করে তোলাটা মোটেই কাজের কথা নয়।  অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বরাবরই বিতর্কিত কথা বলতে পছন্দ করেন। তবে পড়ুয়া হেনস্থার ঘটনায় তিনি যেভাবে নিজের মতামত তুলে ধরলেন হেনস্থার পক্ষে, তাতে বাংলায় গেরুয়া শিবির যে অস্বস্তির মুখে পড়তে চলেছে, সে কথা এক বাক্যে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!